For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উইজডেনের সেরা পাঁচে রোহিতের না থাকা নিয়ে কী বললেন সুনীল গাভাসকর

উইজডেনের সেরা পাঁচে রোহিতের না থাকা নিয়ে কী বললেন সুনীল গাভাসকর

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি উইজডেন ২০১৯-র যে সেরা পাঁচ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে,যেখানে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার রোহিত শর্মার কোনও জায়গা হয়নি।

উইজডেনের সেরা পাঁচে রোহিতের না থাকা নিয়ে কী বললেন সুনীল গাভাসকর

টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা গত বছরে ইংল্যান্ড বিশ্বকাপে ভারতকে কার্যত একাই সেমিফাইনাল নিয়ে গিয়েছিলেন। ওডিআই ও টেস্ট মিলিয়ে ২০১৯ সালে ওপেনার হিসেবে ১০টি সেঞ্চুরি হাঁকান হিটম্যান। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে এক টুর্নামেন্ট সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরি করে রেকর্ড গড়েন রোহিত। এর আগে ২০১৫ সালে এক বিশ্বকাপে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করে শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা রেকর্ড গড়েছিলেন। বছরভর সেরা পারফর্ম্যান্স করলে উইজডনের তালিকায় রোহিত জায়গা না হওয়ায় প্রাক্তনীদের মধ্যে ভি ভি এস লক্ষ্মণ সরব হন। এবার আরেক প্রাক্তনি সুনীল গাভাসকরও এই নিয়ে সরব হলেন।

রোহিতের না থাকা নিয়ে গাভাসকর বলেন, 'উইজডনের তালিকায় না থাকায় রোহিতের রাতের ঘুম উড়বে না। ও যে মানের ক্রিকেটার, ২০১৯ সালে নিজের সেরাটা দিয়েছিল। ২০২০ সালেও ওকে সেরাটাই দিতে দেখব আশা রাখছি। রোহিত এই সব নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করবে না। হিটম্যান জানে, ওর সবটা দিয়ে বিশ্বকাপ পাওয়ার চেষ্টা করেছিল।'

উল্লেখ্য উইজডনের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জোফরা আর্চার, মার্নাস লাবুসানে, প্যাট কামিন্স, এলিসা পেরি, সিমন হার্মার রয়েছেন। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপ দেওয়ায় অলরাউন্ডার বেন স্টোকস উইজডনের বিচারে বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

English summary
Rohit Sharma will not lose sleep over Wisden exclusion, says Sunil Gavaskar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X