For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে ম্যাচে বিরাটকে টপকে যাওয়ার মুখে রোহিত, রেকর্ডের মুখে ভারত অধিনায়কও

ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে ম্যাচে বিরাটকে টপকে যাওয়ার মুখে রোহিত, রেকর্ডের মুখে ভারত অধিনায়কও

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই-র চিপক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচ যে দল জিতবে তারা ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যাবে। অন্যদিকে এই ম্যাচ এবং সিরিজে চলতি বছরে ওয়ান ডে রানে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুযোগ পাবেন দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। তা না হলে নতুন বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ পাবেন বিরাট।

প্রাচীন পুজো

প্রাচীন পুজো

উত্তর কলকাতার বাগবাজার সার্বজনীন পুজো শহরের অন্যতম প্রাচীন পুজো। ১৯১৯ সালে কয়েকজন স্বাধীনচেতা যুবকের হাত ধরে এই পুজোর শুরু হয়েছিল।

রোহিত শর্মার ওয়ান ডে রান

রোহিত শর্মার ওয়ান ডে রান

২০১৯ সালে ভারতের হয়ে ২৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ৫৩.৫৬-র গড়ে ১২৩২ রান করেছেন হিটম্যান। তার মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপে রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সও অন্তর্ভূক্ত রয়েছে।

সভাপতি নেতাজি

সভাপতি নেতাজি

১৯৩৭-৩৮ সালে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু বাগবাজার সার্বজনীন পুজোর সভাপতি হয়েছিলেন।

ছবি সৌজন্য : মাসুদুর রহিম রুবাই

বিরাট কোহলির ওয়ান ডে রান

বিরাট কোহলির ওয়ান ডে রান

চলতি বছর টিম ইন্ডিয়ার জার্সিতে ২৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি। ৬৪.৪০-র গড়ে ১২৮৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই রান এখনও পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ।

সিঁদুর খেলা

সিঁদুর খেলা

বারোয়ারি পুজো হলেও পাঁজি ধরে প্রথা মেনে মায়ের দশমী পুজোর আচার পালন করা হয়। সকাল থেকে শয়ে শয়ে মানুষ এখানকার সিঁদুরখেলা দেখার জন্য ভিড় জমান।

ছবি সৌজন্য : মাসুদুর রহিম রুবাই

রোহিতের সামনে সুযোগ

রোহিতের সামনে সুযোগ

তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করা ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলির থেকে ৫৬ রান দূরে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিরাট কোহলি ব্যর্থ হলে এবং তিনি নিজে দারুণ ব্যাটিং করলে রোহিত শর্মার সামনে বছর শেষে তালিকার শীর্ষ স্থান দখল করার সুযোগ থাকবে।

রাঙিয়ে দিয়ে যাও

রাঙিয়ে দিয়ে যাও

সকাল থেকে একেবারে পরিপাটি সেজে এয়ো মহিলারা ভিড় জমান মণ্ডপে। কেউ ভারি গয়না, কেউ বা নথ পরে মাকে বরণ করেন। তারপর শুরু হয় সিঁদুর খেলা।

ছবি সৌজন্য : মাসুদুর রহিম রুবাই

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

চলতি বছর সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২৩টি ওয়ান ডে ম্যাচে ১১৪১ রান করেছেন ফিঞ্চ। চলতি বছর ২৫টি ওয়ান ডে ম্যাচে ১১২৩ রান করা ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।

ছবি তোলা

ছবি তোলা

সিঁদুর খেলার পর ছবি তুলতে ব্যস্ত সিঁদুর খেলায় অংশ নেওয়া মহিলারা।

ছবি সৌজন্য : মাসুদুর রহিম রুবাই

রেকর্ডের মুখে বিরাট

রেকর্ডের মুখে বিরাট

২০১১ সালে এক মরশুমে সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ২০১৭ (১৪৬০ রান) ও ২০১৮ (১২০২ রান) সালেও অর্থাৎ পরপর দুই বছর একই নজির গড়েছিলেন ভিকে। চলতি বছরও ওয়ান ডে রানে সংগ্রহে শীর্ষ স্থানে থাকলে হ্যাটট্রিক করবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। একই সঙ্গে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে চার বার এক মরশুমে সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক হবেন বিরাট।

মিলেমিশে এক

মিলেমিশে এক

নবীন ও প্রবীনে অপূর্ব বন্ধন ধরা পড়েছে এই ছবিতে।

ছবি সৌজন্য : মাসুদুর রহিম রুবাই

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

এই নজির গড়ে বিরাট কোহলি টপকে যেতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৭, ১৯৯৯, ২০০০ সালে সর্বাধিক ওয়ান ডে রান), শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারা (২০০৬, ২০১২, ২০১৪) ও ডেসমন্ড হেইনস (১৯৮৪, ১৯৮৫, ১৯৮৯)।

রীতি

রীতি

হিন্দু সংস্কার মেনেই মণ্ডপে সিঁদুর খেলা হয় । পূজার প্রতিমাকে সিঁদুর দিয়ে বরণ করে নেয়ার পর এই খেলা শুরু হয়।

ছবি সৌজন্য : মাসুদুর রহিম রুবাই

ঢাকের কাঠিতে তাল

ঢাকের কাঠিতে তাল

ঢাকের কাঠিতে তাল উঠতেই উপস্থিত মহিলারা নাচে গানে মেতে উঠলেন। সিঁদুর খেলার পাশাপাশি চলল নাচ ও ঢাকের এক দারুণ সঙ্গম।

ছবি সৌজন্য : মাসুদুর রহিম রুবাই

English summary
Rohit will get a chance to surpass Virat, record is waiting for Indian captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X