For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ পয়েন্টের স্বপ্ন অধরা, তলানিতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

৬ ম্যাচ পরেও আইপিএলের চলতি মরশুমে প্রথম দুই পয়েন্টের স্বপ্ন অধরাই থেকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।

  • |
Google Oneindia Bengali News

৬ ম্যাচ পরেও আইপিএলের চলতি মরশুমে প্রথম দুই পয়েন্টের স্বপ্ন অধরাই থেকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। বিরাট কোহলিদের সাত বল বাকি থাকতেই, ছয় উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটলস। এই জয়ের পর, আইপিএলের পয়েন্ট টেবিলে আরো এক ধাপ উঠল দিল্লি। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তাদের স্থান এখন পাঁচ। অন্যদিকে, আইপিএলে এখনও খাতা খুলতে না পেরে, পয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে রইল বিরাট কোহলির ব্যাঙ্গালোর।

২ পয়েন্টের স্বপ্ন অধরা, তলানিতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রবিবারের ম্যাচে নিজেদের খামতির কথা স্বীকার করে নিয়েছেন ব্যাঙ্গালোরের অধিনায়ক। সাফ জানিয়েছেন, খেলার সব বিভাগেই তাঁদের টেক্কা দিয়েছে দিল্লি। দলের সমস্যাটা ঠিক কোথায়, তা অবিলম্বে খুঁজে বের করা হবে বলে সমর্থকদের আশ্বাসও দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট।

পর পর হারের ধাক্কা সামলে, দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে দল, এই আশা নিয়ে রবিবার ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন অগণিত রয়্যাল চ্যালেঞ্জার্স ভক্ত। যদিও ম্যাচের শুরুতেই ধাক্কা খান কোহলিরা। দ্বিতীয় ওভারেই, ক্রিস মরিসের বলে, দলের ১৬ এবং ব্যক্তিগত ৯ রানের মাথায় ক্যাচ তুলে সাজঘরে ফিরে যান রয়্যাল চ্যালেঞ্জার্সের উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি এবি ডিভিলিয়ার্স, মার্কাস স্টইনিসের মতো হার্ড হিটাররাও। অধিনায়ক বিরাটের ৩৩ বলে ৪১ ও মইন আলির ১৮ বলে ৩২ রানের লড়াকু ইনিংস, রয়্যাল চ্যালেঞ্জার্সকে কিছুটা অক্সিজেন জোগালেও, টেলেন্ডারদের ব্যাটিং ব্যর্থতায়, ১৪৯ বেশি এগোতে পারেনি তারা।

জবাবে দ্বিতীয় ইনিংসে, প্রথম ওভারের তৃতীয় বলে, শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে, দিল্লিকে ঝটকা দেন টিম সাউদি। ৬৯ রানের মাথায় পৃথ্বী সাওয়ের উইকেট তুলে পবন নেগি। কিন্তু শ্রেয়স আইয়ারের ৫০ বলে ৬৭-র ঝকঝকে ইনিংস দিল্লিকে ম্যাচে ফেরায়। শেষ মুহূর্তে সাত বলে ৩ উইকেট হারিয়ে দিল্লি ফের চাপে পড়ে গেলেও, অক্ষর পটেলের চারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্বপ্নভঙ্গ হয়।

English summary
Royal Challengers again sink in home ground, still without win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X