For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোটগ্রস্ত ঝুলনের বদলে এবার দক্ষিণ আফ্রিকায় বাঙালি রুমেলি

ছয় বছর আগে ভারতীয় দলের জার্সিতে শেষবার খেলেছিলেন বাঙালি রুমেলি ধর। এবার ফের ব্লু জার্সিতে ভারতীয় ক্রিকেট দলে খেলবেন রুমেলি ধর। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কিছুদিন আগেই মহিলা ক্রিকেটে নজির গড়েছিলেন ঝুলন গোস্বামী। একদিনের ক্রিকেটে এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। কিন্তু চোটের সমস্যায় দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন চাকদহ এক্সপ্রেস। ঝুলনের জন্য দুঃসংবাদ হলেও আর বঙ্গতনয়ার জীবনে সুসমাচার বয়ে এল।

চোটগ্রস্ত ঝুলনের বদলে এবার দক্ষিণ আফ্রিকায় বাঙালি রুমেলি


ছয় বছর আগে ভারতীয় দলের জার্সিতে শেষবার খেলেছিলেন বাঙালি রুমেলি ধর। এবার ফের ব্লু জার্সিতে ভারতীয় ক্রিকেট দলে খেলবেন রুমেলি ধর। একদিনের ক্রিকেট সিরিজ পকেটে পোড়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটে টি-টোয়েন্টি ম্যাচ খেলছে ভারত। ২-০ সিরিজে এগিয়ে গেছে মিতালি এন্ড কোং। কিন্তু, গোড়ালিতে চোট পেয়ে দেশে ফিরে এসেছেন দলের প্রধান বোলিং অস্ত্র ঝুলন গোস্বামী। তাঁর জায়গায় দলে এলেন রুমেলি।

টি-টোয়েন্টি সিরিজে এখনও তিনটি ম্যাচ বাকি আছে। আর তার জন্যেই অভিজ্ঞতা সম্পন্ন বোলার প্রয়োজন। তাই মহিলা দলের নির্বাচক কমিটি রুমেলির ওপর আস্থা দেখিয়েছেন।

বিরাটরা যেদিন দক্ষিণ আফ্রিকায় পুরো একদিনের সিরিজ ৫-১ জিতে নিল ভারত সেদিনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ৯ উইকেটে সহজ জয় হাসিল করে ভারতীয় মহিলা দল। আপাতত সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

English summary
Rumeli Dhar replaces Jhulan Goswami in South Africa series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X