For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের সাফল্যের জন্য সৌরভ-সচিনকে কৃতিত্ব দিলেন এই ভারতীয় ফাস্ট বোলার

নিজের সাফল্যের জন্য সৌরভ-সচিনকে কৃতিত্ব দিলেন এই ভারতীয় ফাস্ট বোলার

  • |
Google Oneindia Bengali News

ফাস্ট বোলার হিসেবে নিজের সাফল্যের জন্য ভারতীয় লেজেন্ড সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকরকে কৃতিত্ব দিলেন ভারতীয় ফাস্ট বোলার এস শ্রীসন্থ। ২০০৬ সালের দক্ষিণ আফ্রিকা সফরে দুই রথি কীভাবে তাঁকে সাহায্য করেছেন, তা জানিয়েছেন কেরলের ক্রিকেটার।

২০০৬-র দক্ষিণ আফ্রিকা সফর

২০০৬-র দক্ষিণ আফ্রিকা সফর

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ওই দলের অন্যতম সদস্য এস শ্রীসন্থ তিন টেস্টে ২৯টি উইকেট নিয়েছিলেন। জোহানসবার্গ টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন কেরলের ক্রিকেট তারকা। ডারবানে হওয়া দ্বিতীয় টেস্টেও সফল হয়েছিলেন শ্রী।

সৌরভ-সচিন ছাড়া সম্ভব ছিল না

সৌরভ-সচিন ছাড়া সম্ভব ছিল না

এস শ্রীসন্থ জানিয়েছেন, জোহানসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামার সময় আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞই ছিলেন এস শ্রীসন্থ। তবু ওই টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন শ্রী। ওই সাফল্যের জন্য ভারতীয় লেজেন্ড সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকরকে কৃতিত্ব দিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

নেটে নিয়ে যেতেন সৌরভ

নেটে নিয়ে যেতেন সৌরভ

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে পোচেফস্ট্রুমে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচে শ্রীসন্থের বিরুদ্ধে প্রচুর রান করেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যানরা। এরপরেই ওই সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর প্রতি বিশেষ নজর দিতে শুরু করেছিলেন বলে জানিয়েছেন এস শ্রীসন্থ। কেরলের তারকা জানিয়েছেন, অনেক ভোরে তাঁকে নিয়ে নেটে চলে যেতেন দাদা। নেটে সৌরভকে লাগাতার বল করেই তিনি দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটসম্যানদের উইকেট পেতে সক্ষম হয়েছিলেন বলে জানিয়েছেন শ্রী। সেই সময় দাদা-র পরামর্শ তাঁর কেরিয়ারে ওষুধের মতো কাজ করেছে বলে জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

সচিনের অবদান

সচিনের অবদান

নেটে যদি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ পেয়ে থাকেন, তবে মাঠে তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন এস শ্রীসন্থ। বলেছেন, ওই দক্ষিণ আফ্রিকা সফরে বাঁ-হাতি গ্রেম স্মিথকে তিনি বেশ কয়েকবার আউট করেছিলেন। মিড অফ কিংবা মিড অনে দাঁড়িয়ে থাকা সচিনের পরামর্শ মেনে বল করে তিনি সফলতা পেয়েছিলেন বলে জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

English summary
S Sreesanth says how Sourav Ganguly and Sachin Tendulkar helps him in bowling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X