For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫ মে : ১৩ বছর আগে অনন্য বিশ্ব রেকর্ড গড়েছিলেন সচিন-দ্রাবিড়-কার্তিক-জাফর

২৫ মে : ১৩ বছর আগে অনন্য বিশ্ব রেকর্ড গড়েছিলেন সচিন-দ্রাবিড়-কার্তিক-জাফর

  • |
Google Oneindia Bengali News

১৩ বছর আগের ২৫ মে একসঙ্গে অনন্য বিশ্বরেকর্ড গড়েছিলেন লেজেন্ড সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়। তাঁদের দুর্দান্তভাবে সঙ্গ দিয়ে রেকর্ডের অংশীদার হয়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক এবং প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। জেনে নিন কোন সে রেকর্ড।

ভারত বনাম বাংলাদেশ

ভারত বনাম বাংলাদেশ

২০০৭ সালে বাংলাদেশ সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল। ১-০ ব্যবধানে বাংলাদেশকে সেই টেস্ট সিরিজ হারিয়েছিল ভারত। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও ২-০ ব্যবধানে জিতেছিল মেন ইন ব্লু।

দ্বিতীয় টেস্ট ম্যাচ

দ্বিতীয় টেস্ট ম্যাচ

চট্টগ্রামে হওয়া ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। এই টেস্ট ম্যাচে শতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করে প্রথম ইনিংসে পাহাড়প্রমাণ ৬১০ তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে প্রথম ইনিংসে ১১৮ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ২৫৩ রানে গুটিয়ে গিয়েছিলেন শাকিব আল হাসানরা। ম্যাচ এক ইনিংস ও ২৩৯ রানে জিতেছিল ভারতীয় ক্রিকেট দল।

চারটি শতরান

চারটি শতরান

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে শতরান করেছিলেন ওপেনার দীনেশ কার্তিক (১২৯), ওয়াসিম জাফর (১৩৮), ফার্স্ট ডাউন রাহুল দ্রাবিড় (১২৯) ও সচিন তেন্ডুলকর (১২২)। রাহুল দ্রাবিড় এবং দীনেশ কার্তিক আউট হলেও অপরাজিত ছিলেন সচিন তেন্ডুলকর। অবসৃত হয়েছিলেন ওয়াসিম জাফর।

ভারতের বিশ্বরেকর্ড

ভারতের বিশ্বরেকর্ড

বাংলাদেশের বিরুদ্ধে ওই টেস্টে বিশ্বরেকর্ড গড়েছিল ভারত। টেস্টে ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের ব্যাট থেকে শতরান বেরোনো বিশ্বের দলের মর্যাদা পেয়েছিল টিম ইন্ডিয়া। সেই রেকর্ড এখনও অটুঁট রয়েছে।

English summary
Sachin-Dravid-Jaffer-Karthik create unique world record on this day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X