For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভের খেলায় সন্তুষ্ট সচিন, কী বললেন মাস্টার ব্লাস্টার

২৯ বলে ৩২ রান দেখতে ছোট মনে হলেও, ঋষভ পন্থের ওই ইনিংসই রবিবার এজবাস্টনে ইংরেজদের বুকে একটু হলেও জ্বালা ধরিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২৯ বলে ৩২ রান দেখতে ছোট মনে হলেও, ঋষভ পন্থের ওই ইনিংসই রবিবার এজবাস্টনে ইংরেজদের বুকে একটু হলেও জ্বালা ধরিয়েছে। জীবনের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামা তরুণ বাঁ-হাতির ওই ছোট ইনিংসে এসেছে ৪টি চার।

শুরুতে ছটফট শুরু করেও পরে নিজেকে সামলে নেওয়া ঋষভ পন্থের ওই ইনিংসে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত দেখতে শুরু করেছেন বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটার। ঋষভের প্রশংসায় পঞ্চমুখ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

ঋষভ সম্পর্কে সচিন

ঋষভ সম্পর্কে সচিন

ঋষভ পন্থকে ডায়নামাইট বলে আখ্যা দিয়েছিন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারের কথায়, দিল্লির এই তরুণ ভীষণই দৃঢ়চেতা সম্পন্ন ক্রিকেটার। মাঠে ঋষভের আগ্রাসনেও খুশি মাস্টার ব্লাস্টার। তবে ঋষভকে আরো পরিণত হতে পবে বলেও মনে করেন সচিন।

হার্দিক সম্পর্কে সচিন

হার্দিক সম্পর্কে সচিন

একই সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার। বলেছেন, দলের দুই তরুণ তুর্কি ইংল্যান্ডের বিরুদ্ধে যখন ব্যাট করছিলেন, তখন মনেই হয়নি যে ভারত ম্যাচ হারতে পারে। সময়ের সঙ্গে পন্থ এবং পাণ্ডিয়ার খেলা আরও উন্নত হবে বলেও আশাবাদী সচিন।

ঋষভ সম্পর্কে রোহিত

অধিনায়ক বিরাট কোহলি আউট হওয়ার পর ক্রিজে নেমেই ছটফট করতে শুরু করেছিলেন তরুণ ঋষভ পন্থ। তখন উল্টো দিক থেকে অনুজকে শান্ত হওয়ার পরামর্শ দিয়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় দলের সহ অধিনায়ক নিজেই একথা জানিয়েছেন। একই সঙ্গে ঋষভের উপস্থিত বুদ্ধি এবং ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন রোহিত।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

English summary
Sachin praises Rishabh's batting, what is the reaction of Master Blaster
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X