For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আট বছর আগে এই দিনেই হয়েছিল বিশ্বজয়! নস্টালজিয়া আক্রান্ত হলেন সচিন-সেওয়াগ

আট বছর আগে ২ এপ্রিল তারিখে ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত বিশ্বকাপ জিতেছিল। সচিন তেন্ডুলকার ও বীরেন্দ্র সেওয়াগ সেই দিনের স্মৃতি চারণ করলেন।

Google Oneindia Bengali News

দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে আটটি বছর। আরও একটি ২ এপ্রিল এসেছে। আজ থেকে ঠিক আট বছর আগেই মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে নেমে এসেছিল সেই মায়াবি রাত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার ক্রিকেটে বিশ্বজয়ী হয়েছিল ভারত। আইপিএল-এর ভরা মরসুমে ক্রিকেট ভক্তদের অনেকেই দিনটি ভুলে গেলেও ক্রিকেটাররা সেই ভোলেন কী করে!

ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকার ও ভারতের প্রাক্তন বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেওয়াগ মঙ্গলবার সেই সোনালি দিনের স্মৃতিচারণায় ফিরে গেলেন। তাদের সঙ্গে যোগ দিল ভারতীয় বোর্ড এবং আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স-ও। একনজরে দেখে নেওয়া যাক কে কী বললেন।

বিসিসিআই

দুরন্ত শটে বল গ্যালারিতে পাঠিয়ে ভারতকে ট্রফি উপহার দিয়েছিলেন অধিনায়ক ধোনি। এই দৃশ্য ভারতীয় ক্রিকেট ভক্তদের নিশ্চয়ই মনে গেঁথে আছে।

সচিন তেন্ডুলকার

ক্রিকেট জীবনে প্রায় সব রেকর্ডই নিজের দখলে নিয়েছিলেন সচিন তেন্ডুলকার। কিন্তু তাঁর মতে তাঁর ক্রিকেট জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত হল ২০১১ সালের সেই বিশ্বকাপ জয়।

বীরেন্দ্র সেওয়াগ

ট্রফি হাতে দলের, নিজের এবং ধোনির ছয় মারার পর ব্য়াট তুলে আনন্দ প্রকাশের তিনি ছবিই শুধু পোস্ট করেননি সেওয়াগ, ভক্তের কাছে জানতেও চেয়েছেন, কে কী ভাবে আনন্দ করেছিলেন।

মুম্বই ইন্ডিয়ানস

২০১১ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন সচিন, সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন জাহির খান আর সিরিজের সেরা হয়েছিলেন যুবরাজ সিং। তিন জনেই এখন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানস দলে রয়েছেন। সচিন পরামর্শাতা, জাহির বোলিং কোচ, আর যুবাজ এখনও খেলে চলেছেন। এই বিশেষ দিনে বিশ্বকাপ জয়ের এই তিন প্রধান কারিগর সেলফি তুললেন একসঙ্গে।

English summary
India won the World Cup beating Sri Lanka in the final on April 2 eight years ago. Sachin Tendulkar and Virender Sehwag relived the golden memories.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X