For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজকের দিনেই বিশ্বরেকর্ড গড়েছিলেন কিংবদন্তি সচিন, ফিরে দেখা স্মরণীয় ইনিংস

আজকের দিনেই বিশ্বরেকর্ড গড়েছিলেন কিংবদন্তি সচিন, ফিরে দেখা স্মরণীয় ইনিংস

  • |
Google Oneindia Bengali News

ক্যালেন্ডারে ১৬ মার্চ। ভারতীয় ক্রিকেট তথা বিশ্বক্রিকেটের অন্যতম স্মরণীয় দিন। ২০১২ সালে এই দিনেই বিশ্বরেকর্ডের মালিক হয়েছিলেন কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর।

কী সেই বিশ্বরেকর্ড

কী সেই বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে সচিন প্রথম এবং একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ও ওডিআই মিলিয়ে একশোটি শতরান হাঁকিয়েছেন। ক্রিকেট দুনিয়ার অনান্য ব্যাটিং নক্ষত্রদের ঝুলিতে অন্য অনেক রেকর্ড থাকলেও সচিনের মতো একশোটি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড আর কোনও ব্যাটসম্যানের নেই।

সচিনের স্মরণীয় সেই ইনিংসের ৮ বছর পূর্তি

সচিনের স্মরণীয় সেই ইনিংসের ৮ বছর পূর্তি

আজকের দিনেই বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে ২০১২ সালে কেরিয়ারের ১০০ তম শতরানটি হাঁকান সচিন। লিটল মাস্টারের স্মরণীয় শতরানের আজ আট বছর পূর্তি। বাংলাদেশের বিরুদ্ধে শেরই বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে সচিন একশোটি শতরান হাঁকানোর বিশ্বরেকর্ডটি গড়েন।

কেমন ছিল সেই ইনিংস, ফিরে দেখা কিছু মুহূর্ত

কেমন ছিল সেই ইনিংস, ফিরে দেখা কিছু মুহূর্ত

সচিনের এই ইনিংস ইউটিউবে আজও ভাইরাল। আট থেকে আশি, সচিন ভক্তরা সময় পেলেই এই ইনিংস ফিরে ফিরে দেখেন। আট বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের সেই ম্যাচে ভারতের শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি। ওপেনার গৌতম গম্ভীরকে শুরুতেই হারিয়ে বসেছিল ভারত। পরে বিরাটের সঙ্গে সচিনের ১১৩ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফেরায়।

একনজরে সচিনের সেদিনের ইনিংস

একনজরে সচিনের সেদিনের ইনিংস

ম্যাচের ৪৪ তম ওভারে সচিন সেদিন একশোতম শতরানটি হাঁকিয়েছিলেন। শেরই বাংলা স্টেডিয়ামে সেদিন ১৪৭ বল খেলে সচিন ১১৪ রান হাঁকিয়েছিলেন। মাস্টার ব্লাস্টারের ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ১টি ছয় দিয়ে। ৮২ বলে ৬৬ রান হাঁকিয়ে যোগ্য সংগত দিয়ছিলেন বিরাট কোহলি।

ম্যাচ কোন দল জিতেছিল?

ম্যাচ কোন দল জিতেছিল?

নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারতের সংগ্রহ ছিল ২৮৯/৫। স্কোরবোর্ডে এই রান তুলেও ভারত যদিও জয়ের দেখা পায়নি। ম্যাচের শেষ ওভারে ৪ বল বাকি থাকতে বাংলাদেশ এই টার্গেট তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জেতে।

একনজরে সচিনের আন্তর্জাতিক রান

একনজরে সচিনের আন্তর্জাতিক রান

২০০ টেস্টে ৩২৯ ইনিংস খেলে সচিন তেন্ডুলকর ১৫৯২১ রান হাঁকিয়েছেন। টেস্টে সেঞ্চুরির সংখ্যা ৫১টি। সর্বোচ্চ সংগ্রহ ২৪৮ নটআউট। অন্যদিকে ওডিআইয়ে ৪৬৩ ম্যাচ ৪৫২ ইনিংস ব্যাট করে ১৮৪২৬ রান হাঁকিয়েছেন। ঝুলিতে রয়েছে ওডিআইয়ে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড। সর্বোচ্চ রান ২০০ নটআউট। উল্লেখ্য প্রথম ক্রিকেটার হিসেবে ওডিআইয়ে দুশো রান হাঁকান সচিন তেন্ডুলকর।

English summary
Sachin tendulakar Scored his 100th century 8 years age on today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X