For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোনাল্ড ট্রাম্পের ভাষণে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি, গর্বিত ক্রিকেট

ডোনাল্ড ট্রাম্পের ভাষণে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি, গর্বিত ক্রিকেট

  • |
Google Oneindia Bengali News

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে গিয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। একই দিনে বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়ান ডে-তে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের দ্বিশতরান করার দশ বছর পূর্ণ হল। সেই ব্যর্থতা ও সাফল্যকে একই সুতোয় বাঁধলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষণে জায়গা পেলেন সচিন তেন্ডুলরকর ও বিরাট কোহলি। তাতে গর্বিত দেশের ক্রীড়া মহল।

ডোনাল্ড ট্রাম্পের ভাষণে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি, গর্বিত ক্রিকেট

ডোনাল্ড ট্রাম্প এমনই এক রাষ্ট্রের নেতা, যেখানে এখনও মর্যাদা পায়নি ক্রিকেট। আমেরিকায় ব্যাড-বলের ঠোকাঠুকিকে জনপ্রিয় করে তোলার মরিয়া চেষ্টা চালাচ্ছেন একাংশ। আইসিসি স্বীকৃত বড় টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বে অংশও নিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলছে সাফল্যের প্রতীক্ষা। চলছে অস্তিত্বের লড়াই। কারণ সে দেশের অর্ধেক মানুষ এখনও ক্রিকেটের নামই শোনেনি বলে জানাচ্ছে এক সমীক্ষা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সে সবের উর্ধ্বে, তা কিন্তু বলাই চলে।

আহমেদাবাদের মোতেরায় বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন হল সোমবার। অনুষ্ঠানে হাজির থেকে নতুন স্টেডিয়ামের মসূণ পথচলার শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর কিছু পরেই সুদীর্ঘ ভাষণের এক মুহূর্তে ভারতের ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির নাম উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বুঝিয়ে দেন, ভারতীয় ক্রিকেট সম্পর্কে খোঁজ রাখেন তিনিও। ট্রাম্পের মুখে সচিন-বিরাটের নাম শুনে গর্বে বুক ভরে ওঠে দেশবাসীর। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে মার্কিন রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। তবে কী ভারত বনাম আমেরিকার দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচ প্রত্যক্ষ করবে বিশ্ববাসী!

উল্লেখ্য, আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির উদ্দেশ্যে, সে দেশে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন সচিন তেন্ডুলকর, শেন ওয়ার্ন, সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারা, ওয়াসিম আক্রম, বীরেন্দ্র সেওয়াগের মতো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট লেজেন্ড। সেই প্রচেষ্টা সফল হয়েছিল বলে দাবি উদ্যোক্তাদের। এরপর আমেরিকায় ক্রিকেটের প্রসার ঘটতে শুরু করে বলে দাবি।

English summary
Sachin Tendulkar and Virat Kohli's name has mentioned in Donald Trump's speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X