For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লরিয়াস স্পোর্টিং মোমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সচিন তেন্ডুলকর, ২০ বছরের সেরা মাস্টার ব্লাস্টার

লরিয়াস স্পোর্টিং মোমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সচিন তেন্ডুলকর, ২০ বছরের সেরা মাস্টার ব্লাস্টার

  • |
Google Oneindia Bengali News

২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে সতীর্থদের কাঁধে চেপে দর্শকদের অভিবাদন কুড়োনো। সচিন তেন্ডুলকরের সঙ্গে জুড়ে থাকা সেই মুহূর্তই সেরা লরিয়াস স্পোর্টিং মোমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হল। জার্মানির বার্লিনে সেই স্বীকৃতির স্মারক হাতে তুললেন মাস্টার ব্লাস্টার। ছয় বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার লিওনেল মেসি ও ফর্মুলা ওয়ান রেসার লুইস হ্যামিলটনকে বিশ্বের সেরা ক্রীড়াবিদের পুরস্কার দিয়েছে লরিয়াস।

বিশ্বকাপ জয় এবং সচিন

বিশ্বকাপ জয় এবং সচিন

৯ বছর আগে দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের অন্যতম সদস্য ভারতের ক্রিকেটীয় লেজেন্ড সচিন তেন্ডুলকর। ২৮ বছর পর কাঙ্খিত সেই ট্রফি জেতার মুহূর্ত ভোলেননি ভারতবাসী। খেলা শেষের পর লেজেন্ড সচিনকে নিয়ে সতীর্থদের মাঠ প্রদক্ষিণও ক্রিকেট প্রেমীদের মনের মণিকোঠায় গচ্ছিত। সেদিন মাস্টার ব্লাস্টারের হাতে দেশের পতাকা দেখে আবেগাপ্লুত হয়েছিলেন দেশবাসী। এই ঘটনার এক বছর পরে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ২০১৩ সালে টেস্ট থেকেও অবসর নেন সচিন।

২০ বছরের সেরা

২০ বছরের সেরা

২০১১-র বিশ্বকাপ জয়ের পর সচিন তেন্ডুলকরকে কাঁধে নিয়ে ভারতীয় দলের ক্রিকেটারদের মাঠ প্রদক্ষিণের সেই মুহূর্তকে গত ২০ বছরের সেরা স্পোর্টিং মোমেন্টের স্বীকৃতি দিয়েছে লরিয়াস। প্রতিযোগিতায় ছিলেন অনেকে। কিন্তু লাখো ভারতীয় ক্রিকেট প্রেমীর ভোটেই মাস্টার ব্লাস্টারের হাতে এই স্বীকৃতি উঠেছে বলে জানানো হয়েছে।

স্টিভের হাত থেকে পুরস্কার, মঞ্চে বেকার

স্টিভের হাত থেকে পুরস্কার, মঞ্চে বেকার

জার্মানির বার্লিনে হওয়া এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান লেজেন্ড স্টিভ ওয়ার হাত থেকে এই পুরস্কার নেন সচিন তেন্ডুলকর। সেরা লরিয়াস স্পোর্টিং মোমেন্ট অ্যাওয়ার্ড নেওয়ার জন্য মঞ্চে মাস্টার ব্লাস্টারের নাম ঘোষণা করেন টেনিস কিংবদন্তী বরিস বেকার।

পুরস্কৃত মেসি

ছয় বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার লিওনেল মেসি ও ফর্মুলা ওয়ান রেসার লুইস হ্যামিলটনকে শেষ ২০ বছরের নিরিখে বিশ্বসেরা ক্রীড়াবিদের পুরস্কার দিয়েছে লরিয়াস। বছরের সেরা মহিলা ক্রীড়াবিদ হয়েছেন আমেরিকার সিমোনে বিলেস।

লরিয়াসের ২০তম জন্মদিন

লরিয়াসের ২০তম জন্মদিন

২০তম জন্মদিন উপলক্ষ্যে জার্মানির বার্লিনে এই অনুষ্ঠানের আয়োজন করে লরিয়াস। এমন সুন্দর মুহূর্তেক সাক্ষী থাকতে পেরে তিনি গর্বিত বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

English summary
Sachin Tendulkar awarded for best Laureus sporting moment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X