For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মূল্যবান পরামর্শ' দেওয়া চেন্নাই-র সেই ওয়েটারকে খুঁজছেন সচিন তেন্ডুলকর

'মূল্যবান পরামর্শ' দেওয়া চেন্নাই-র সেই ওয়েটারকে খুঁজছেন সচিন তেন্ডুলকর

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই-র হোটেলে তাঁকে খেলা সংক্রান্ত মূল্যবান পরামর্শ দেওয়া ওয়েটারকে খুঁজছেন সচিন তেন্ডুলকর। টুইটারে একটি ভিডিও পোস্ট করে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে নেটিজেনদেরও মদত চেয়েছেন মাস্টার ব্লাস্টার।

মূল্যবান পরামর্শ দেওয়া চেন্নাই-র সেই ওয়েটারকে খুঁজছেন সচিন তেন্ডুলকর

চেন্নাই-র চিপক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে মুখোমুখি হয়েছে ভারত। ঠিক তার আগে চেন্নাই-র সঙ্গে জুড়ে থাকা তাঁর এক অভিজ্ঞতার কথা বলেছেন সচিন তেন্ডুলকর। টুইটারে পোস্ট করা ভিডিও-তে মাস্টার ব্লাস্টার বলেছেন, তখন টেস্ট খেলতে চেন্নাই-তে ছিল টিম ইন্ডিয়া। বিখ্যাত তাজ কোরোমন্ডেল হোটেলে উঠেছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। হোটেলের রিসেপশনে ফোন করে ঘরে কফি চেয়ে পাঠিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই সময় যে ওয়েটার তাঁর রুমে কফি নিয়ে এসেছিলেন তাঁর কথা বলেছেন সচিন।

মাস্টার ব্লাস্টার বলেছেন, সেদিন খেলা সংক্রান্ত এক মূল্যবান পরামর্শ দিয়েছিলেন ওই ওয়েটার। সচিন জানিয়েছেন, খানিকটা অযাচিত ভাবেই ওই ওয়েটার তাঁকে পরামর্শ দিতে চেয়েছিলেন। তা শুনেওছিলেন মাস্টার ব্লাস্টার। ওই ওয়েটার বলেছিলেন যে তিনি সচিনের বিরাট বড় ভক্ত। মন দিয়ে তিনি মাস্টার ব্লাস্টারের প্রতিটি ইনিংস দেখেন। সেই জায়গা থেকে তাঁর মনে হয়েছে যে সেই সময় সচিন যে আর্ম-গার্ড পরে ব্যাটিং পরতেন, তা ত্রুটিপূর্ণ। কারণ, ওই আর্ম-গার্ড পরলে সচিনের ব্যাটের সুইং পরিবর্তন হয়ে যায় বলে মনে হয়েছিল ওই ওয়েটারের।

চেন্নাই-র হোটেলের ওই ওয়েটারের কথা মেনে নিয়েছিলেন সচিন তেন্ডুলকর। এহেন সামান্যতম অথচ গুরুত্বপূর্ণ ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য ওই ওয়েটারকে ধন্যবাদও জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। বলেছিলেন, এর আগে কেউ তাঁর এই ভুলটা ধরতে পারেননি। এরপরই তিনি তাঁর আর্ম গার্ডটি নতুন করে তৈরি করেছিলেন এবং এর ফলও পেয়েছিলেন বলে জানিয়েছেন সচিন।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">A chance encounter can be memorable!<br>I had met a staffer at Taj Coromandel, Chennai during a Test series with whom I had a discussion about my elbow guard, after which I redesigned it.<br>I wonder where he is now & wish to catch up with him.<br><br>Hey netizens, can you help me find him? <a href="https://t.co/BhRanrN5cm">pic.twitter.com/BhRanrN5cm</a></p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1205757235407671296?ref_src=twsrc%5Etfw">December 14, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সেই ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছেন সচিন তেন্ডুলকর। নেটিজেনদের কাছে তাঁকে খুঁজে দেওয়ার আবেদনও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য ২০১৭ সালে এক অনুষ্ঠানে একই ঘটনার উল্লেখ করেছিলেন সচিন।

English summary
Sachin Tendulkar is searching that waiter who gave him crucial advice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X