For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুবির অবসরের ১ বছর, স্মৃতির স্মরণীতে ফিরলেন আবেগতাড়িত সচিন

যুবির অবসরের ১ বছর, স্মৃতির স্মরণীতে ফিরলেন আবেগতাড়িত সচিন

  • |
Google Oneindia Bengali News

অবসরের এক বছর পর কিংবদন্তি যুবরাজ সিং যে এখনও ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে রয়েছেন, তা বোঝা গেল আরও একবার। আচমকাই #MissYouYuvraj ট্রেন্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আবেগতাড়িত হয়ে সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

যুবির কেরিয়ার

যুবির কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা যুবরাজ সিং যথাক্রমে ১৯০০, ৮৭০১ ও ১১৭৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি শতরানেরও মালিক টিম ইন্ডিয়ার প্রাক্তন অল রাউন্ডার। টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে ১০, ১২০ ও ২৯টি উইকেটও নিয়েছেন যুবি।

অবসর

অবসর

২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন যুবরাজ সিং। ২০১৯ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ঠিক আজকেরই দিনে। এই উনিশ বছরে ভারতীয় ক্রিকেটকে অন্য স্তরে পৌঁছে দিয়েছিলেন যুবি। ২০০৭-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন দেশের প্রাক্তন এই অল রাউন্ডার।

ফ্যানদের আবেগ

ফ্যানদের আবেগ

অবসর নেওয়ার দিন কেঁদে ফেলেছিলেন যুবরাজ সিং। ক্যানসার জয় করে জীবনে ফিরে আসার গল্প শুনে আবেগতাড়িত হয়েছিলেন তাঁর ভক্তরাও। সেই আবেগে এখনও ডুবে থাকা নেটিজেনরা যুবির নামা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। #MissYouYuvi ট্রেন্ডকে সঙ্গে নিয়ে যুবরাজের ছয় ছক্কা থেকে বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবিতে ভরে গিয়েছেন টুইটার।

কী বললেন সচিন

কী বললেন সচিন

কিংবদন্তি যুবরাজ সিংয়ের অবসরের বর্ষপূর্তিতে আবেগতাড়িত হয়ে পড়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। টুইটারে যুবির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন ক্রিকেটের ঈশ্বর। যুবরাজের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেছেন সচিন। বলেছেন, প্রথম দেখাতেই যুবির ক্ষিপ্রতা তাঁর চোখে পড়েছিল। বিশ্বের যে কোনও মাঠই যুবির ছক্কা হাঁকানো ক্ষমতার তুলনায় ক্ষুদ্র বলে মনে করেন মাস্টার ব্লাস্টার।

মিউজিক ভিডিও দেখেই অভিনেত্রী গীতা বাসরাকে মনে ধরেছিল হরভজন সিং-এরমিউজিক ভিডিও দেখেই অভিনেত্রী গীতা বাসরাকে মনে ধরেছিল হরভজন সিং-এর

English summary
Sachin Tendulkar recalled his first memory with Yuvraj Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X