For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষক দিবসে গুরু আচরেকরকে শ্রদ্ধা জানালেন সচিন, 'স্যার'কে নিয়ে কী বললেন লিটল মাস্টার

মন খারাপের শিক্ষক দিবস! সচিন তেন্ডুলকরের কাছে এবারের শিক্ষক দিবসটা মন ভারী করে দেওয়ার। চলতি বছরের শুরুতে গুরু রমাকান্ত আচরেকরকে হারিয়েছেন সচিন(২ জানুয়ারি)। ৮৭ বছর বয়সে প্রয়াত হন তিনি।

  • |
Google Oneindia Bengali News

মন খারাপের শিক্ষক দিবস! সচিন তেন্ডুলকরের কাছে এবারের শিক্ষক দিবসটা মন ভারী করে দেওয়ার। চলতি বছরের শুরুতে গুরু রমাকান্ত আচরেকরকে হারিয়েছেন সচিন(২ জানুয়ারি)। ৮৭ বছর বয়সে প্রয়াত হন তিনি। আজ শিক্ষক দিবসের দিনে তাই গুরুর বাড়ি গিয়ে তাঁর পায়ে প্রণাম করার সুযোগ পাননি সচিন। মন খারাপের দিনে তাই স্মৃতির পাতায় ফিরে গিয়ে আচরেকর স্যারকে শ্রদ্ধা জানালেন লিটল মাস্টার।

টুইটে কী লিখলেন সচিন

সচিন এদিন টুইটে লিখেছেন, 'শিক্ষকদের অবদান শুধু ক্লাসরুমেই আটকে থাকে না। আমার জীবনে রমাকান্ত আচরেকর স্যারের অবদান ভোলার নয়। আচরেকর স্যার আমাকে স্ট্রেইট ড্রাইভ মারা শিখিয়েছিলেন। মাঠের বাইশ গজের পাশাপাশি জীবনের বাইশ গজেও স্ট্রেইট ড্রাইভ কী করে মারতে হয় শিখিয়েছিলেন তিনি। আমি চিরজীবন আচরেকর স্যারের কাছে কৃতজ্ঞ থাকব। '

আচরেকর স্যারের হাত ধরেই ক্রিকেটে হাতেখড়ি সচিনের

মুম্বইয়ের শিবাজী পার্কে আচরেকর স্যারের হাত ধরেই ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেন সচিন তেন্ডুলকর। দাদা অজিত তেন্ডুলকর তাঁকে আচরেকর স্যারের কোচিং ক্যাম্পে দিয়ে আসেন। এরপর কঠিন সাধনায় নিজেকে প্রতিদিন গড়েছেন সচিন। গুরু শিষ্যের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্প 'কয়েন স্টোরি'। উইকেটের উপর কয়েন রেখে সচিনকে ব্যাটিং করতে পাঠাতেন। সারা দিন উইকেট বাঁচিয়ে ক্রিজে থেকে যেতে পারলে সেদিন কয়েনটি উপহার দিতেন আচরেকর। এভাবে বেশ কয়েক দিন আউট না থেকে জীবনের শুরুতে অনেকগুলি কয়েন জিতেছেন সচিন তেন্ডুলকর।

কারিগর আচরেকর স্যারের হাত ধরে কারা ক্রিকেটে এসেছেন

কারিগর আচরেকর স্যারের হাত ধরে কারা ক্রিকেটে এসেছেন

শুধু সচিন তেন্ডুলকরই নন, বিনোদ কাম্বলি, অজিত আগারকর, চন্দ্রকান্ত পণ্ডিত, প্রবীন আমরের মতো ক্রিকেটাররাও গুরু আচরেকর স্যারের হাত ধরেই ক্রিকেটে উঠে এসেছেন।

English summary
Sachin Tendulkar's Message for Sir Ramakant Achrekar on Teachers’ Day 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X