For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরে সচিন তেন্ডুলকরের টুইটে মুগ্ধ নেটিজেনরা

২০১৯ এখন অতীত। অতীত এক দশক। নতুন দশক বিশ্বের সব শিশু এবং তাঁদের স্বপ্নপূরণের জন্য আদর্শ হোক, এমনই শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ এখন অতীত। অতীত এক দশক। নতুন দশক বিশ্বের সব শিশু এবং তাঁদের স্বপ্নপূরণের জন্য আদর্শ হোক, এমনই শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। একই সঙ্গে নতুন বছর উপলক্ষ্যে মাস্টার ব্লাস্টারের অনবদ্য টুইটেও মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

নতুন বছরে সচিন তেন্ডুলকরের টুইটে মুগ্ধ নেটিজেনরা

নিজের টুইটার অ্যাকাউন্টে মাড্ডা রাম নামে এক প্রতিবন্ধী শিশুর ভিডিও পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। তাতে ওই শিশুকে ব্যাট করতে দেখা যায়। অসাড় পা নিয়েও রান নেওয়ার ক্ষেত্রে মাড্ডা রামের ক্ষিপ্রতা ও মরিয়া ভাব দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। সমাজকে মাড্ডা রামের মতোই ইতিবাচক থাকার আবেদন জানিয়েছেন সচিন।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Start your 2020 with the inspirational video of this kid Madda Ram playing cricket 🏏 with his friends.<br>It warmed my heart and I am sure it will warm yours too. <a href="https://t.co/Wgwh1kLegS">pic.twitter.com/Wgwh1kLegS</a></p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1212265596034932736?ref_src=twsrc%5Etfw">January 1, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

একই সঙ্গে এই দশকে বিশ্বের সব শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার মানোন্নয়নের জন্য আদর্শ হওয়া উচিত বলে মনে করেন সচিন তেন্ডুলকর। শিশুদের স্বপ্নপূরণের জন্য প্রত্যেকটি মানুষের এগিয়ে আসা উচিত বলেও মনে করেন মাস্টার ব্লাস্টার। প্রত্যেক মানুষ যদি তাঁদের আশেপাশের এলাকায় শিশুদের খেলার জন্য উপযুক্ত পরিবেশ ও জায়গা তৈরি করে দিতে পারেন, তবে সমাজ এগোবে বলে মনে করেন লিটল মাস্টার। কারণ ক্রীড়া কেবল শিশুদের সুস্বাস্থ্য বানায় না, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ মানসিকতাও তৈরি করতে সাহায্য করে বলে মনে করেন সচিন।

English summary
Sachin Tendulkar's new year wish made everyone day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X