For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার দিনের টেস্ট হলে স্পিনাররা পথে বসবে, বললেন সচিন

চার দিনের টেস্ট ক্রিকেট ঘিরে দুনিয়া জুড়ে যখন আলোচনা তুঙ্গে তখন মন থেকে এই প্রস্তাবকে মেনে নিতে পারেননি সচিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টেস্ট ক্রিকেটকে নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হওয়া দরকার।

  • |
Google Oneindia Bengali News

টেস্ট ক্রিকেট চার দিনে হলে স্পিনারদের গুরুত্ব হারাবে। মনে করছেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

চার দিনের টেস্ট ক্রিকেট ঘিরে দুনিয়া জুড়ে যখন আলোচনা তুঙ্গে তখন মন থেকে এই প্রস্তাবকে মেনে নিতে পারেননি সচিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টেস্ট ক্রিকেটকে নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হওয়া দরকার। সঙ্গে সচিন জু়ড়েছেন, টেস্টে এক দিন কমলে স্পিনাররা গুরুত্ব হারাবেন। ম্যাচে স্পিনাররা অসুবিধেয় পড়বেন।

ঠিক কী বলেছেন সচিন

ঠিক কী বলেছেন সচিন

সচিন বলেছেন, 'টেস্ট ক্রিকেটের ভক্ত হিসেবে আমি চার দিনের ম্যাচ দেখতে একেবারেই ইচ্ছুক নই। একশো বছরেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেট এতদিন পাঁচদিনে খেলা হল। হঠাৎ করে তা কেন পরিবর্তন করা হবে। দর্শকরা পাঁচ দিনের ম্যাচ দেখতেই ইচ্ছুক।

স্পিনারদের নিয়ে কী বললেন সচিন

স্পিনারদের নিয়ে কী বললেন সচিন

টেস্টে সবচেয়ে বেশি ২০০ ম্যাচ ও সবচেয়ে বেশি ১৫৯২১ রান হাঁকানো কিংবদন্তি আরও জুড়েছেন টেস্টের পঞ্চম দিনে ফাইনাল সেশনে স্পিনারদের দাপট দেখা যায়। টেস্টে এটার আলাদা একটা মজা রয়েছে। প্রথম দিন বল ঘুরবে না, কিন্তু পঞ্চম দিন ঐ পিচের স্পিনাররা ভয়ংকর হয়ে উঠতে পারেন। ম্যাচের দ্বিতীয় বা তৃতীয় দিনে ব্যাটসম্যানদের স্পিনারদের বিরুদ্ধে খেলার লড়াইয়ের মুখে পড়তে হবে না। সেক্ষেত্রে টেস্ট ফর্ম্যাটে কোনও ক্রিকেটারের টেম্পারমেন্টের সঠিক পরীক্ষাও কোনও দিন হবে না।'

দর্শক টানতে টেস্টে ফর্ম্যাট পাল্টানোর পক্ষে নন লিটল মাস্টার

দর্শক টানতে টেস্টে ফর্ম্যাট পাল্টানোর পক্ষে নন লিটল মাস্টার

সচিন আরও বলেছেন, 'দর্শক টানতেই আইসিসি হয়ত এই প্রস্তাব নিয়ে ভাবছে। কিন্তু আদৌতে সেজন্য ওডিআই ও টি-টোয়েন্টি ক্রিকেট রয়েছে। এখন টি-১০ ক্রিকেট এসেছে। সেখানে দর্শক টানতে টেস্ট ক্রিকেটে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা থেকে দূরে রাখা হোক।

English summary
Sachin Tendulkar says 4 day Tests would be disadvantageous to spinners
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X