For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসরের ৬ বছর ধরে সবচেয়ে বেশি এটাই মিস করেন সচিন তেন্ডুলকর

ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকরের অবসরের ছয় বছর পূর্তি! আগামী ১৬ নভেম্বর অবসরের পর ছয় বছর কাটিয়ে ফেলবেন কিংবদন্তি এই ক্রিকেটার। এই ছয় বছরে ক্রিকেটের কোন জিনিস সবেচেয়ে বেশি মিস করলেন?

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকরের অবসরের ছয় বছর পূর্তি! আগামী ১৬ নভেম্বর অবসরের পর ছয় বছর কাটিয়ে ফেলবেন কিংবদন্তি এই ক্রিকেটার। এই ছয় বছরে ক্রিকেটের কোন জিনিস সবেচেয়ে বেশি মিস করলেন? সংবাদসংস্থার এই প্রশ্নের উত্তরে সচিন বলেছেন,'ড্রেসিংরুমটা সবচেয়ে বেশি মিস করি।'

অবসরের ৬ বছর ধরে সবচেয়ে বেশি এটাই মিস করেন সচিন তেন্ডুলকর

সচিন আরও বলেছেন, 'আমি পাঁচটা প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছি। জানি না এই অভিজ্ঞতা আর কোনও ক্রিকেটারের রয়েছে কিনা। কেরিয়ারের শুরুর আমি কপিল দেব, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, দিলীপ বেঙ্গসরকার, মহম্মদ আজহারউদ্দিনদের সঙ্গে খেলেছি।এরপর নিজের প্রজন্ম অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের সঙ্গে খেলা শুরু।'

সঙ্গে লিটল মাস্টার জুড়েছেন, 'সৌরভের পর যুবরাজ, হরভজন, জাহির খান, বীরেন্দ্র সেহওয়াগ, আশিস নেহেরাদের সঙ্গী হিসেবে পেয়েছি। এরপর সুরেশ রায়না-ধোনিদের প্রজন্ম। সব শেষে রোহিত-বিরাট-অজিঙ্ক রাহানের সঙ্গে খেলেছি। পাঁচ প্রজন্মের সঙ্গে এই ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা সবচেয়ে বেশি মিস করি। আমার কাছে ড্রেসিংরুম মন্দিরের মতো। ওখানেই আসল সেলিব্রেশনগুলো হত। দলের বন্ধন তৈরি হতো।'

প্রসঙ্গত দীর্ঘ ২৪ বছর ক্রিকেট খেলার পর ২০১৩ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ খেলে অবসর নেন সচিন। ২০১৩ সালের ১৬ নভেম্বর অবসর নেন ক্রিকেটঈশ্বর।

দেশের হয়ে ২০০টি টেস্ট খেলে ১৫৯২১ রান হাঁকান লিটল মাস্টার।টেস্টে সর্বোচ্চ ২৪৮ রান। অন্যদিকে ৪৬৩টি ওডিআই খেলে ১৮৪২৬ রান করেন সচিন। ওডিআইতে সর্বোচ্চ ২০০ রান। ওডিআয়ে ৪৯টি ও টেস্টে সচিনের ৫১টি সেঞ্চুরি রয়েছে। সব মিলিয়ে দেশের জার্সিতে টেস্ট ও ওডিআই মিলিয়ে ১০০টি শতরান করেছেন সচিন।

English summary
Sachin Tendulkar says dressing room was like a temple for him, he misses it most after retirement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X