For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্ট ক্রিকেটকে বাঁচাতে সচিনের মূল্যবান পরামর্শ, কি টিপস দিলেন লিটল মাস্টার, জানুন

বিশ্বের তিন প্রান্তে এখন তিনটি টেস্ট চলছে। একদিকে ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ। সেখানে ব্যাটে- বলে দুর্দান্ত লড়াই তুলে ধরছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের তিন প্রান্তে এখন তিনটি টেস্ট চলছে। একদিকে ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ। সেখানে ব্যাটে- বলে দুর্দান্ত লড়াই তুলে ধরছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে ক্যারিবিয়ান সফরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ, আর শ্রীলঙ্কার মাটিতে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা টেস্ট। টেস্ট ক্রিকেটের এই আবহেই পাঁচ দিনের ক্রিকেটকে বাঁচাতে মূল্যবান পরামর্শ দিলেন কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর।

টেস্ট ক্রিকেটকে বাঁচানোর জন্য সচিনের পরামর্শ

টেস্ট ক্রিকেটকে বাঁচানোর জন্য সচিনের পরামর্শ

টেস্ট ক্রিকেটকে বাঁচানোর জন্য প্রাণবন্ত পিচ তৈরির প্রস্তাব দিচ্ছেন সচিন। লিটল মাস্টার বলেছেন, টেস্ট ক্রিকেটে ভালো মানের পিচ একমাত্র পাঁচ দিন ধরে লড়াই জমিয়ে রাখতে পারে। আর ভালো লড়াই হলে, দর্শকরাও টেস্ট ক্রিকেট দেখার প্রতি ঝুঁকবে।

অ্যাসেজের প্রসঙ্গ টানলেন লিটল মাস্টার

সচিন আরও বলেছেন, 'ভালো মানের পিচ হলে খেলার একঘেঁয়েমি আসবে না। টান টান উত্তেজনা থাকবে।' উদাহরণ হিসেবে অ্যাসেজ সিরিজের লর্ডস টেস্টের প্রসঙ্গ টেনে সচিন বলেন, 'লর্ডসে রোমাঞ্চকর ক্রিকেট হয়েছে। ম্যাচের চতুর্থ দিন জোফরার বাউন্সারে স্মিথ চোট পেলেন। অন্যদিকে শেষ দিন দুই দলের কাছে ম্যাচ জয়ের সমান সুযোগ তৈরি হয়েছিল। বলে আর্চার, ব্যাটে স্মিথ শো। দর্শকরা এই রকম উচ্চমানের ক্রিকেট দেখতেই তো টিকিট কেটে মাঠে আসে।'

ব্যাটিং সহায়ক উইকেট হলে টেস্ট ক্রিকেট পরীক্ষায় পড়বে

এদিন মুম্বইয়ের হাফ ম্যারাথনের অনুষ্ঠানে সচিন আরও বলেছেন, 'শুধুমাত্র ব্যাটিং সহায়ক উইকেট হলে রানের ফুলঝুরি হবে। এতে ম্যাচের উত্তেজনা থাকবে না। সেক্ষেত্রে টেস্ট ক্রিকেট পরীক্ষার মুখে পড়বে। কিছুদিন আগে ইংল্যান্ডে বিশ্বকাপ হল। আর এখন অ্যাসেজ চলছে। সবাই এখন টেস্ট ক্রিকেট নিয়েই মাতামাতি করছে।প্রাণবন্ত উইকেটই একমাত্র টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার উপায়।'

সৌরভের মন্তব্য

সৌরভের মন্তব্য

অ্যাসেজের লর্ডস টেস্ট দেখে সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রশংসা করেছিলেন। তিনি বলেন অ্যাসেজ সিরিজ টেস্ট ক্রিকেটের উত্তেজনা বাঁচিয়ে রেখেছে। এবার তাঁর একসময়ের সতীর্থও টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য মূল্যবান টিপস তুলে ধরলেন।

English summary
Sachin Tendulkar says, Good pitches can take test cricket to long way
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X