For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন দশকে 'নতুন ভারত' নিয়ে সচিনের স্বপ্ন কী, জেনে নিন

নতুন দশকে 'নতুন ভারত' নিয়ে সচিনের স্বপ্ন কী, জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

পুরনো দশকের শেষ বছরটিতে দেশবাসীকে 'ফিট ইন্ডিয়া' গড়ার ডাক দিয়েছিলেন। এবার নতুন দশকে দেশের ভবিষ্যতকে মজবুত গড়ার জন্য ডাক দিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর। দেশের এই ক্রিকেট আইকন বছরের শেষ দিনে বলেছেন, 'পরের বছরটিতে আমাদের শিশুদের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে।'

নতুন দশকে নতুন ভারত নিয়ে সচিনের স্বপ্ন কী, জেনে নিন

নতুন দশকে দেশের প্রতিটি শিশু যেন লেখাপড়া করার সুযোগ পায় এবং প্রত্যেক শিশুর সুস্বাস্থ্য যাতে সুরক্ষিত থাকে তার দিকে যত্নশীল হতে হবে। প্রত্যেক শিশু যাতে পর্যাপ্ত পুষ্টি পায়, সেদিকে জোড় দিতে দেশবাসীকে আহ্বান করলেন সচিন।

সেই সঙ্গে বিরাটের মতো সচিনও সমাজে খেলাধূলার জন্য পৃথক মাঠ থাকা জরুরি বলে উল্লেখ করেছেন। সম্প্রতি বছর শেষে ক্রিসমাস টাইমে এক ভিডিওতে কোহলি এক বিজ্ঞাপনের মধ্যে দিয়ে কিশোর প্রজন্মকে খেলাধূলায় প্রতি আরও বেশি উৎসাহী করার জন্য ডাক দিয়েছেন।

প্রত্যেক সোসাইটিতে খেলার মাঠ রাখা ও ছোটদের আরও বেশি করে খেলার জন্য সময় বেছে দিতে আহ্বান করেন কোহলি। বিরাটের পর এবার সচিনও দেশের অভিভাবকদের, ভবিষ্যত প্রজন্মকে খেলাধূলার প্রতি সময় দেওয়ার জন্য ঝোঁক তৈরি করাতে বলছেন।

খেলাধুলো জীবনে অন্যতম প্রধান প্রয়োজন, সেই উল্লেখ করে এবার দেশের খুদে প্রজন্মের মধ্যে নিয়মিত খেলাধূলা করার মানসিকতা তৈরির জন্য ডাক দিলেন ক্রিকেটঈশ্বর।

English summary
Sachin Tendulkar says,Next Decade Should be About Children And Their Dreams
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X