For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক দশকের আগের ২৪ ফেব্রুয়ারি ক্রিকেট বিশ্বকে পথ দেখিয়েছিলেন সচিন

এক দশকের আগের ২৪ ফেব্রুয়ারি ক্রিকেট বিশ্বকে পথ দেখিয়েছিলেন সচিন

  • |
Google Oneindia Bengali News

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শোচনীয়ভাবে হেরেছে ভারতীয় ক্রিকেট দল। এমন এক প্রেক্ষাপটে, যেদিন ক্রিকেট বিশ্বকে নতুন এক পথ দেখিয়েছিলেন সচিন। প্রথম এমন মাইলফলক স্থাপন করে পরবর্তী প্রজন্মকে লক্ষ্য স্থির করার সুযোগ দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। তাই দিনটি ভোলার নয়।

সচিনের কীর্তি

সচিনের কীর্তি

২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচে বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে দ্বিশতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। ওই ম্যাচে ১৪৭ বলে ২০০ রান করে অপরাজিত ছিলেন মাস্টার ব্লাস্টার। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ৪০২ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাবে ২৪৮ রানে অল আউট হয়েছিল প্রোটিয়ারা।

সচিন দ্বিতীয়

সচিন দ্বিতীয়

যদিও সচিন তেন্ডুলকরের আগে ওয়ান ডে-তে দ্বিশতরান করার রেকর্ড রয়েছে এক মহিলা ক্রিকেটারের ঝুলিতে। ১৯৯৭ সালে ১৬ ডিসেম্বর ডেনমার্কের বিরুদ্ধে ২২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর।

সচিনের পর আরও আট

সচিনের পর আরও আট

টি-টোয়েন্টিতে শতরান করা ঠিক যতটা কঠিন, ওয়ান ডে-তে দ্বিশতরান করা ঠিক ততটা শক্ত। সেই অসাধ্য সাধন করেছিলেন বেলিন্ডা ক্লার্ক ও সচিন তেন্ডুলকর। তাঁদের পর ৫০ ওভারের ফর্ম্যাটে আরও আটটি দ্বিশতরান হয়েছে এসেছে। তার মধ্যে ভারতীয়দের ঝুলিতে রয়েছে চারটি দ্বিশতরান।

সর্বোচ্চ রোহিত

সর্বোচ্চ রোহিত

ওয়ান ডে ক্রিকেটের এক ইনিংসে সর্বাধিক ব্যক্তিগত রান সংগ্রাহক টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। ২০১৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ২৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন হিটম্যান। ওয়ান ডে-তে আরও দুটি দ্বিশতরান (২০৯, অপরাজিত ২০৮) রয়েছে তাঁর। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগের ঝুলিতেও রয়েছে একটি দ্বিশতরান (অপরাজিত ২১৯)।

English summary
Sachin Tendulkar scored double hundred this day ten years ago
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X