For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জসপ্রীত বুমরার ঢালাও প্রশংসায় সচিন তেন্ডুলকর, কী বললেন মাস্টার ব্লাস্টার

সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে হ্যাটট্রিক সহ সাত উইকেট নেওয়া জসপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। ২৫ বছরের ক্রিকেটার যে আগামী দিনে ভারত তো বটেই বিশ্ব ক্রিক

  • |
Google Oneindia Bengali News

সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে হ্যাটট্রিক সহ সাত উইকেট নেওয়া জসপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। ২৫ বছরের ক্রিকেটার যে আগামী দিনে ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটকেও শাসন করবে, তা এক কথায় স্বীকার করে নিচ্ছেন প্রত্যেকে। সেই দলে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। বুমরার প্রশংসায় কী বললেন সচিন, এক নজরে দেখে নিন।

যোগদিবসে যোগাসনে মোদী

যোগদিবসে যোগাসনে মোদী

আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষে চণ্ডীগড়ে যোগাসন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুমরার কাণ্ড

বুমরার কাণ্ড

সাবিনা পার্কের টেস্টে হ্যাটট্রিক সহ ছয় উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস একাই গুড়িয়ে দেন ভারতের জসপ্রীত বুমরা। তৃতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার পাশাপাশি ব্যাটসম্যানদের নতুন ত্রাসে পরিণত হয়েছেন গুজরাত তনয়।

যোগদিবসে যোগগুরু

যোগদিবসে যোগগুরু

বাবা রামদেবের সঙ্গে যোগব্যায়াম করলেন বিজেপি সভাপতি অমিত শাহ-ও।

কী বললেন সচিন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে জসপ্রীত বুমরার পারফরম্যান্সে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর। টেস্ট ক্রিকেটে বুমরার উন্নতিকে দুর্দান্ত ও ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন মাস্টার ব্লাস্টার। ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্টে সিরিজ হারানোর জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাও জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

যোগ পালনে রমন সিং

যোগ পালনে রমন সিং

যোগদিবসে যোগাসন করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংও।

অজিঙ্ক-বিহারী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অজিঙ্ক রাহানে ও দ্বিতীয় টেস্টে হনুমা বিহারীর ব্যাটিং-র ভূয়শী প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। জীবনের প্রথম শতরানের জন্য হনুমাকে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। একই সঙ্গে রাহানে ফর্মে ফেরা টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক বলে মনে করেন সচিন।

যোগ পালন স্মৃতির

যোগ পালন স্মৃতির

ভোপালে লাল প্যারেড গ্রাউন্ডে যোগাসন করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিও।

যোগদিবসে পুরস্কার

যোগদিবসে পুরস্কার

আগামী বছর থেকে যোগাসনের জন্য দুটি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ধর্ষণ বিতর্কে সলমন

ধর্ষণ বিতর্কে সলমন

ফের বিতর্কে সুপারস্টার সলমন খান। ‘সুলতান' সিনেমা মুক্তির পাবে কিছুদিনের মধ্যেই। তার আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সলমন জানান, শ্যুটিংয়ের পর কুস্তির আখড়া থেকে বেরোনোর সময় তাঁর নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হতো। সোজা হয়ে হাঁটতেও অসুবিধা হতো। সলমনের এই মন্তব্যের পরই সারা দেশে সমালোচনা শুরু হয়েছে। সলমনের কাছে জবাবদিহি করেছে মহিলা কমিশনও।

যোগদিবসকে কটাক্ষ জেডি(ইুউ)-র

যোগদিবসকে কটাক্ষ জেডি(ইুউ)-র

যোগ দিবস পালন আসলে সরকারি অর্থের অপচয়। এমন বলেই বিজেপি তথা এনডিএ-কে তোপ দাগলেন একদা শরিক জেডি(ইউ) নেতা সঞ্জয় সিং। প্রসঙ্গত নীতীশ কুমার যোগদিবসে অংশ নেননি।

বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই

বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই

মুম্বইয়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত যানবাহন থেকে শুরু করে ট্রেন পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে নেমেছে দেবেন্দ্র ফড়নবীশ সরকার।

একযোগে যোগাসন ২ হাজার গর্ভবতীর

একযোগে যোগাসন ২ হাজার গর্ভবতীর

এদিন আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষে গুজরাতের রাজকোটে একসঙ্গে ২ হাজার গর্ভবতী মহিলা একযোগে যোগাসন করে রেকর্ড গড়লেন।

যোগদিবস পালন রাষ্ট্রপতির

যোগদিবস পালন রাষ্ট্রপতির

আর সকলের মতো এদিন আন্তর্জাতিক যোগদিবস পালন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও।

আয়কর জমা না দিলে আটকানো হবে প্যান কার্ড

আয়কর জমা না দিলে আটকানো হবে প্যান কার্ড

আয়কর জমা না দিলে আটকে দেওয়া হবে প্যান কার্ড। এবার থেকেই কেন্দ্র সরকার এই নিয়ম চালু করতে চলেছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় মৃত ৮ পড়ুয়া

দুর্ঘটনায় মৃত ৮ পড়ুয়া

বাস ও পুলকারের ধাক্কায় কর্ণাটকের কুন্দপুরে ৮ জন পড়ুয়া নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে ১১ জন পড়ুয়া।

এনএসজিতে ভারতকে নিয়ে আলোচনা।

এনএসজিতে ভারতকে নিয়ে আলোচনা।

চিনা আপত্তি টিঁকল না। চিনের আপত্তি সত্ত্বেও এনএসজির প্লেনারি বৈঠকে সিওলে ভারতের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

English summary
Sachin Tendulkar tells good things about Jasprit Bumrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X