For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাটে স্কোয়ার কাট লাগাতাম, এখন চুলের হেয়ারকাট করি! লকডাউনে কেন এমন বললেন সচিন

ব্যাটে স্কোয়ার কাট লাগাতাম, এখন চুলের হেয়ারকাট করি! লকডাউনে কেন এমন বললেন সচিন

  • |
Google Oneindia Bengali News

'ব্যাটে একসময় স্কোয়র কাট মারতাম। এখন লকডাউনে নিজেই নিজের হেয়ারকাট করছি! লকডাউন এনজয় করছি।' করোনা রুখতে দেশজুড়ে চলা দ্বিতীয় দফার লকডাউনের মাঝে সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখলেন ক্রিকেটঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর।

সচিনের ইনস্টাগ্রাম পোস্ট

ইনস্টাগ্রামে সচিন পোস্টের সঙ্গে জুড়েছেন অন্যরকম কিছু করতে সবসময়ই ভালো লাগে। এবার কাঁচি তুলে নিয়ে এই লকডাউনে হেয়ারকাট করা উপভোগ করলাম।

করোনা রুখতে ঘরে থাকুন, চুল কেটে বার্তা সচিনের

করোনা রুখতে ঘরে থাকুন, চুল কেটে বার্তা সচিনের

এভাবেই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ রুখতে আরও বেশি করে ঘরবন্দি থাকার বার্তা দিলেন লিটল মাস্টার।নিজের চুল কাটার ছবি পোস্ট লকডাউনের এই সমস ঘরেই চুল কাটার পরামর্শ দিলেন তিনি। রাস্তায় বেরিয়ে করোনার ঝুঁকি না নেওয়ার বার্তা দিয়েছেন সচিন। লিটল মাস্টার তাঁর চুল কাটার মুহূর্ত পোস্ট করতেই ছবিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

করোনা রুখতে সচিনের অবদান

করোনা রুখতে সচিনের অবদান

মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রের ত্রাণ তহবিল মিলিয়ে সচিন এর আগে মোট ৫০ লক্ষ টাকা দান করেছেন। শুধু তাই নয় সম্প্রতি লকডাউনে রুটি-রুজিতে টান পড়া মুম্বইবাসী ৫ হাজার মানুষের রেশন জোগানের ব্যবস্থা করেছেন সচিন।

ভিডিও বার্তায় সচেতন করছেন সচিন

ভিডিও বার্তায় সচেতন করছেন সচিন

এছাড়া দেশের সংকটে বারবার ভিডিও বার্তার মধ্যে দিয়ে নাগরিকদের সতেচন করার ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। হুয়ের নির্দেশিকা মেনে হাত ধোয়া কতটা জরুরী। অন্তত ২০ সেকেন্ড হাতে সাবান ঘষা আবশ্যক এই নিয়ে ভিডিও বানিয়েছেন সচিন। এই সব ভিডিওর মাধ্যমে দেশবাসীকে সচেতন করার চেষ্টা করেছেন কিংবদন্তি।

স্ত্রী অনুষ্কার কাছে বিরাটের হেয়ারকাট

স্ত্রী অনুষ্কার কাছে বিরাটের হেয়ারকাট

প্রসঙ্গত এর আগে লকডাউনে চুল কাটার উপায় দেখিয়েছিলেন বিরাট। বাড়ির প্রিয় মানুষের থেকে ছেলেরা এই সময় চুল কাটতে পারেন বলে তিনি ভিডিওতে বুঝিয়েছিলেন। স্ত্রী অনুষ্কার থেকে হেয়ারকাট নিয়েছিলেন ভারত অধিনায়ক। কোহলির গুরু সচিন অবশ্য স্ত্রী অঞ্জলির থেকে সাহায্য নেননি। অবসরের সময় কাঁচি তুলে নিয়ে নিজেই নিজেকে দারুণ একটা লুক উপহার দিলেন।

মিয়াঁদাদের কোন কথাতে রেগে গিয়ে সোজা পাকিস্তানে চলে গিয়েছিলেন ইরফানের বাবা!মিয়াঁদাদের কোন কথাতে রেগে গিয়ে সোজা পাকিস্তানে চলে গিয়েছিলেন ইরফানের বাবা!

English summary
Sachin Tendulkar turns hair stylist post hair cutting pic during COVID-19 lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X