For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোচ হতে সঠিক কারণ বেছে নিয়েছি, মন্তব্য 'পনটিংয়ের কোচ' সচিন তেন্দুলকরের

Google Oneindia Bengali News

প্রায় দু'মাসেরও বেশি সময় ধরে বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে অস্ট্রেলিয়ার একটা বড় অংশ। এই ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছে অগুনতি বন্যপ্রাণী। একরের পর একর জমি পুড়ে ছাই হয়ে গেছে আগুনে। এবার সেই দাবানলে আক্রান্তদের সাহায্যার্থে চ্যারিটি ম্যাচের আয়োজন করা হচ্ছে অস্ট্রেলিয়াতে। সেই ম্যাচের একটি দলের অধিনায়ক রিকি পন্টিং। এবং সেই দলেরই কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন সচিন তেন্দুলকর। বিষয়টি প্রসঙ্গে তিনি জানান, আমি একটি মহৎ উদ্দেশ্যের জন্যে কোচের হ্যাট পরতে রাজি হয়েছি।

কোচ হতে সঠিক কারণ বেছে নিয়েছি, মন্তব্য সচিন তেন্দুলকরের

এই বিষয়ে টুইট করে সচিন লেখেন, 'আমি সঠিক দল বেছে নিয়েছি। তবে সব থেকে জরুরি যেটা, আমি সঠিক একটি কারণ বেছে নিয়েছি। আশা করছি দাবানলে আক্রান্তদের সাহায্যার্থে বড় পদক্ষেপ হতে চলেছে বুশফায়ার ক্রিকেট ব্যাশ।' মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করলেও কখনও কোচিং হটসিটে বসেননি মাস্টার ব্লাস্টার। তবে এবার সেই দায়িত্বও পালন করতে চলেছেন ভারতীয় কিংবদন্তি।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Chose the right team and more importantly the right cause my friend.<br>Hope that the Bushfire Cricket Bash will offer some relief to the people and wildlife in Australia. <a href="https://t.co/dx4EnHPNvN">https://t.co/dx4EnHPNvN</a></p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1219890622296838144?ref_src=twsrc%5Etfw">January 22, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সচিনের ছাত্রদের তালিকায় রয়েছেন, রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় মারাত্মক দাবানল রুখতে অনুদান তোলার জন্য একটি চ্যারিটি ম্যাচ খেলতে চলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটাররা। পন্টিং একাদশ ও ওয়ার্ন একাদশ নামে দুটি টিমও গড়া হয়েছে। ম্যাচে খেলতে চলা বাকি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন। অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল ও মাইকেল ক্লার্ক। নন প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে থাকছেন স্টিভ ওয়া ও মেল জোন্স। আগামী অনুষ্ঠিত ৮ ফেব্রুয়ারি হবে এই ম্যাচ।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সেকিউটিভ অফিসার বলেন, 'সচিন ও ওয়ালশকে অস্ট্রেলিয়ায় পেয়ে আমরা গর্বিত। ক্রিকেটার হিসেবে এই দেশের মাটিতে তারা অনেক সাফল্য পেয়েছেন। ফলে এখন একটা বিশেষ দিনে তাদের সঙ্গ পাওয়া আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। দুজনেই আইসিসি হল অফ ফেমে আছেন। শচীন পৃথিবীর সর্বোচ্চ রানসংগ্রাহক এবং ওয়ালশের টেস্টে ৫০০টির বেশি উইকেট রয়েছে। আমরা সকল দেশবাসীকে অনুরোধ করছি ওই বিশেষ দিনে মাঠে আসার জন্য।'

English summary
sachin tendulkar tweeted about Bushfire Cricket Bash charity match after becoming coach of ricky ponting team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X