For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রীড়াক্ষেত্রের সরকারি কমিটি থেকে বাদ পড়লেন সচিন-আনন্দ

ক্রীড়াক্ষেত্রের সরকারি কমিটি থেকে বাদ পড়লেন সচিন-আনন্দ

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সরকারি প্যানেল থেকে বাদ পড়লেন ক্রিকেট কিংবদন্তি সচিনে তেন্ডুলকর। শুধু সচিনই নয়, দেশের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দও এই উপদেষ্টা কমিটি থেকে বাদ পড়েছেন।

নরেন্দ্র মোদীর সরকারের অল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টস থেকে বাদ পড়লেন দুই তারকা। জাতীয় সরকারের এই প্যানেলটি দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য পরামর্শ দিয়ে থাকে।

ক্রীড়াক্ষেত্রের সরকারি প্যানেল থেকে বাদ পড়লেন সচিন-আনন্দ

এল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টসের নতুন সদস্য হিসেবে দেশের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্ত ও হরভজন সিং জুড়তে চলেছেন। প্রসঙ্গত সূত্রের খবর এই কমিটিতে সচিন ও আনন্দ মাত্র ২টি মিটিংয়ে অংশ নিয়েছিলেন। সেই জন্যই এবার তাঁদের নাম এই কমিটিতে রাখা নিয়ে আর ভেবে দেখা হয়নি বলে জানা গিয়েছে।

অন্যদিকে চলতি ২০২০ সালে টোকিওতে অলিম্পিকের মেগা আসার। অলিম্পিকের প্রস্তুতির জন্য় ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপিচাঁদও এই প্যানেলের একাধিক বৈঠক এড়িয়ে চলেন। তাঁর ক্ষেত্রে অবশ্য অলিম্পিকের প্রস্তুতিতে ব্যস্ত থাকার যুক্তিকে গুরুত্ব দিয়ে ভেবে দেখে গোপিচাঁদকে পরবর্তী সময়ের জন্য এই প্যানেলে রাখা নিয়ে আর ভেবে দেখা হয়নি।

নতুনদের মধ্যে অ্যাথলিট থেকে পি টি ঊষা, তীরন্দাজি থেকে লিম্বা রাম, প্যারা অ্যাথলিট থেকে দীপা মালিক, ফুটবল থেকে রেনেডি সিং, কুস্তি থেকে যোগেশ্বর দত্তদের নাম রয়েছে।

English summary
Sachin Tendulkar, Viswanathan Anand dropped from government's sports panel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X