For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ বছর আগের ১৭ অক্টোবর লারার কোন রেকর্ড ভেঙেছিলেন সচিন, দেখুন ভিডিও

১১ বছর আগের ১৭ অক্টোবর ভারতবাসীর কাছে এক গর্বের দিন। কারণ ওই দিনই টেস্টে ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারার রান টপকেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

  • |
Google Oneindia Bengali News

১১ বছর আগের ১৭ অক্টোবর ভারতবাসীর কাছে এক গর্বের দিন। কারণ ওই দিনই টেস্টে ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারার রান টপকেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। আর সেদিনই টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষেও উঠে এসেছিলেন লিটল মাস্টার। চলে গিয়েছিলেন ধরাছোঁয়ার বাইরে।

টেস্টের রানে ব্রায়ান লারাকে টপকে যাওয়ার মুহূর্তের ভিডিও নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে বিসিসিআই। তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

১১ বছর আগের ১৭ অক্টোবর লারার কোন রেকর্ড ভেঙেছিলেন সচিন, দেখুন ভিডিও

২০০৮ সালে বর্ডার-গাভাস্কর টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছিল রিকি পন্টিং-র অস্ট্রেলিয়া। পাঞ্জাবের মোহালিতে দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ হয়েছিল। কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলা সৌরভ গঙ্গোপাধ্যায় সেই ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করেছিলেন। ১৭ অক্টোবর অর্থাৎ আজকেরই দিনে শুরু হয়েছিল খেলা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্রায়ান লারার টেস্ট রান টপকে গিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

বিসিসিআই-র পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, মোহালি টেস্টে ১৭৪ রানে ৪ উইকেট হারানো ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন সচিন। নিজের ১৫২তম টেস্টে ২২ বলে ১৩ রানের মাথায় অজি ফাস্ট বোলার পিটার সিডলকে ফেস করছিলেন তিনি। নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-র ভাবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ২০ বলে ২ রানে অপরাজিত ছিলেন। সেই মুহূর্তে সিডলের বলে সিঙ্গলস নিয়ে ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান লারার টেস্ট রান (১১৯৫৩) টপকে যান সচিন তেন্ডুলকর। ওই ইনিংসে ১১১ বলে ৮৮ রান করে আউট হয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">This Day in 2008 - <a href="https://twitter.com/sachin_rt?ref_src=twsrc%5Etfw">@sachin_rt</a> surpassed Brian Lara to become the highest run-scorer in Tests 🙌🙌 <a href="https://t.co/XoRTNF2zAs">pic.twitter.com/XoRTNF2zAs</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1184743271739744256?ref_src=twsrc%5Etfw">October 17, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

টেস্ট কেরিয়ারে মোটে ১৫৯২১ রান করেছেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। টেস্টে ৫১টি সেঞ্চুরির মালিক সচিন এখনও সবার থেকে অনেকটাই এগিয়ে।

English summary
Sachin Tendulkar went past Brian Lara in test 11 years ago this day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X