For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনিকে নিয়ে ভুল খবর প্রচারের অভিযোগে সংবাদমাধ্যমকে আক্রমণ সাক্ষীর

ধোনিকে নিয়ে ভুল খবর প্রচারের অভিযোগে সংবাদমাধ্যমকে আক্রমণ সাক্ষীর

  • |
Google Oneindia Bengali News

লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভুল খবর প্রচারের অভিযোগে সংবাদমাধ্যমে একহাত নিয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় এমএস ধোনির অনুদান সংক্রান্ত খবরকে ঘিরে উষ্মা প্রকাশ করেছেন সাক্ষী। ঘটনাকে লজ্জাজনক বলেও আখ্যা দিয়েছেন ক্যাপ্টেন কুলের স্ত্রী।

ধোনিকে নিয়ে ভুল খবর প্রচারের অভিযোগে সংবাদমাধ্যমকে আক্রমণ সাক্ষীর

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে ৫০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। অন্যদিকে ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর, তাঁর সাংসদ তহবিল থেকে সরকারকে ৫০ লক্ষ টাকা দেন। তাঁদেরই পাশে দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রাউড ফান্ডিং-র মাধ্যমে এক লক্ষ টাকা তুলতে সক্ষম হন বলে খবর প্রচারিত হয়।

এই ইস্যুতে মহেন্দ্র সিং ধোনিকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। ৮০০ কোটি টাকার মালিক ক্যাপ্টেন কুলের কাছ থেকে মাত্র এক লক্ষ টাকা বেরোতে দেখে অবাকই হয় সোশ্যাল মিডিয়া। ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের কাছ থেকে এর থেকে বেশি আশা করেছিলেন অনেকে।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">I request all media houses to stop carrying out false news at sensitive times like these ! Shame on You ! I wonder where responsible journalism has disappeared !</p>— Sakshi Singh 🇮🇳❤️ (@SaakshiSRawat) <a href="https://twitter.com/SaakshiSRawat/status/1243460747197206528?ref_src=twsrc%5Etfw">March 27, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এমএস ধোনি সম্পর্কে সংবাদমাধ্যমে প্রচারিত খবর ভুল বলে দাবি করেছেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি। এমন খবর পরিবেশন করার ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলির লজ্জা হওয়া উচিত বলেও লিখেছেন সাক্ষী। যদিও সত্যিটা কী? করোনার বিরুদ্ধে মোকাবিলায় ঠিক কত টাকা দিয়েছেন এমএস ধোনি, কিংবা আদৌ তিনি কোনও টাকা দিয়েছেন কিনা, তা তাঁর স্ত্রী স্পষ্ট জানাননি।

English summary
Sakshi Dhoni slams media for carrying out false news on MS Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X