For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতি দায়ে অভিযুক্ত সনৎ জয়সূর্য! উত্তর দিতে হবে ১৪ দিনের মধ্যে

আইসিসি দুর্নীতির দমন ধারা লঙ্ঘন করার অভিযোগে অভিযুক্ত হলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা বিস্ফোরক ব্যাটসম্যান সনৎ জয়সূর্য।
 

  • |
Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা বিস্ফোরক ব্যাটসম্যান সনৎ জয়সূর্যের বিরুদ্ধে দুর্নীতির দমন আইন লঙ্ঘন করার অভিযোগে আনল আইসিসি। ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পর শ্রীলঙ্কার দল নির্বাচনের দায়িত্বে ছিলেন জয়সূর্য। নির্বাচক কমিটির প্রধান হিসেবে কাজ করেন।

দুর্নীতি দায়ে অভিযুক্ত সনৎ জয়সূর্য!

তাঁর বিরুদ্ধে আর্টিকল ২.৪.৬ ও আর্টিকল ২.৪.৭ ধারায় অভিয়োগ আনা হয়েছে।

আর্টিকল ২.৪.৬ ধারায় অভিয়োগ আনা হয় আইসিসির দুর্নীতি দমন শাখার কোন তদন্তের কাজে যথাযথ কারণ ছাড়া সহযোগিতা করতে ব্যার্থ হওয়া বা অস্বীকার করার জন্য়। সাধারণত দুর্নীতি দমন শাখার চাওয়া কোনও তথ্য বা নথি দিতে না পারলেই এই ধারায় অভিযোগ আনা হয়।

আর আর্টিকল ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয় তদন্তের কাজে বাধা দিলে বা তদন্তকে বিলম্বিত করার চেষ্টা করলে। এর আগে দেখা গিয়েছে তদন্তের প্রয়োজনীয় নথি নষ্ট করা, যা প্রমাণ হতে পারত, অথবা কোনও প্রমাণের সন্ধান দিতে পারত, তার জন্য এই ধারায় অভিযোগ আনা হয়।

জয়সূর্যকেস আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ অক্টোবর থেকে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

English summary
Former Sri Lankan captain and explosive batsman Sanath Jayasuriya has been charged under ICC anti-corruption code.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X