For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমএস ধোনিকে নীরবতা ভাঙার আবেদন দেশের বিশ্বকাপ জয়ী দলের সদস্যের

এমএস ধোনিকে নীরবতা ভাঙার আবেদন দেশের বিশ্বকাপ জয়ী দলের সদস্যের

  • |
Google Oneindia Bengali News

অনেকটা সময় পেরিয়েছে। এবার অন্তত নীরবতা ভেঙে প্রকাশ্যে ক্রিকেট কেরিয়ার নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মহেন্দ্র সিং ধোনি, চান ভারতের ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তথা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রাক্তন ডিরেক্টর সন্দীপ পাটিল। ধোনির ব্যাপারে দেশের ক্রিকেট নির্বাচকদের মুখ থেকেও কথা শুনতে চান তিনি।

এমএস ধোনিকে নীরবতা ভাঙার আবেদন দেশের বিশ্বকাপ জয়ী দলের সদস্যের

২০১৯-র বিশ্বকাপ শেষের পর নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে রেখেছেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কাশ্মীরে ভারতীয় সেনার প্যারা মিলিটারি বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিতে দেখা যায় তাঁকে। আমেরিকায় গল্ফ এবং রাঁচিতে স্নুকার খেলতে দেখা গেলেও ধোনি ক্রিকেটে কবে ফিরবেন, তা সবারই অজানা। সম্প্রতি পরিবারের সঙ্গে বরফের দেশে ছুটি কাটাতে দেখা গিয়েছে মাহিকে। তবু নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে একটিও শব্দ খরচ করেননি দেশের এই লেজেন্ড।

এমএস ধোনিকে ফের কবে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে কিংবা তিনি আর আদৌ ক্রিকেট খেলবেন কিনা, সেই সিদ্ধান্ত ওই ক্রিকেটারের ওপরই ছেড়ে দিয়েছে বিসিসিআই ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে দেশের ক্রিকেট নির্বাচকদের কাছেও কোনও খবর নেই বলে সূত্র মারফত জানা গিয়েছে। দেশের ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করা ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য সন্দীপ পাটিল, এমএসকে প্রসাদদের এই মনোভাবের তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, এমএস ধোনি কবে ক্রিকেটে ফিরবেন, সে ব্যাপারে সঠিক তথ্য জেনে নির্বাচকদেরই জবাব দিতে হবে। একই সঙ্গে নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে এভাবে রহস্য জারি রাখা ধোনিরও উচিত হচ্ছে না বলে মনে করেন পাটিল।

একই সঙ্গে ভারতীয় দল বাছাই নিয়েও নির্বাচকদের কাজে অসন্তুষ্ট হয়েছেন সন্দীপ পাটিল। তাঁর কথায়, এমএস ধোনির পরিবর্ত হিসেবে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে বেছে রাখা হয়েছে। ব্যর্থ হওয়া সত্ত্বেও তাঁকেই বারবার সুযোগ দেওয়ার পিছনে ভারতের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সমর্থন আছে বলে মনে করেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। ঋষভের পরিবর্তে তরুণ সঞ্জু স্যামসন ও ইশান কিষাণকেও ভারতীয় দলে খেলার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন সন্দীপ পাটিল।

English summary
Sandeep Patil wants MS Dhoni and selectors word on the situations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X