For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত-বিরাটের প্রতিভা প্রসঙ্গে কেন সৌরভ-দ্রাবিড়ের উদাহরণ টানলেন সাঙ্গাকারা?

রোহিত-বিরাটের প্রতিভা প্রসঙ্গে কেন সৌরভ-দ্রাবিড়ের উদাহরণ টানলেন সাঙ্গাকারা?

  • |
Google Oneindia Bengali News

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার প্রতিভা সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম টেনে তুললেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দাঁড় করিয়েছেন মেরিলেবোন ক্রিকেট ক্লাবের প্রধান।

সৌরভ ও দ্রাবিড়

সৌরভ ও দ্রাবিড়

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৩১১ ওয়ান ডে-তে ১১৩৬৩ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের হয়ে ২২টি আন্তর্জাতিক ওয়ান ডে শতরান রয়েছে তাঁর। অন্যদিকে টিম ইন্ডিয়ার হয়ে ১১৩টি টেস্ট ম্যাচ খেলে ৭২১২ রান করেছেন সৌরভ। তাতে সামিল রয়েছে ১৬টি শতরান (একটি দ্বিশতরান)। অন্যদিকে ভারতের হয়ে ১৬৪টি টেস্ট ও ৩৪৪টি ওয়ান ডে খেলা রাহুল দ্রাবিড় দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৩২৮৮ ও ১০৮৮৯ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৮টি শতরান রয়েছে তাঁর।

বিরাট ও রোহিত

বিরাট ও রোহিত

ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন ফর্ম্যাটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশের বেশি। অন্যদিকে ভারতের হয়ে ৩২টি টেস্ট, ২২৪টি ওয়ান ডে ও ১০৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রোহিত শর্মা তিন ফর্ম্যাটে যথাক্রমে ২১৪১, ৯১১৫ ও ২৭৭৩ রান করেছেন। তিন ফর্ম্যাট মোট ৩৯টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর। ওয়ান ডে-তে তিনটি দ্বিশতরানের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারটি শতরান রয়েছে রোহিত শর্মার।

সৌরভ-দ্রাবিড় সম্পর্কে সাঙ্গাকারা

সৌরভ-দ্রাবিড় সম্পর্কে সাঙ্গাকারা

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি কুমার সাঙ্গাকারার কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের কাছে কিছু কপি বুক শট ছিল। সেই শটগুলি দেখতে যেমন ভালো লাগত, তেমনই সেগুলি থেকে শেখার উপাদান মিলত বলে জানিয়েছেন সাঙ্গাকারা। সৌরভ এবং দ্রাবিড় ক্রিকেট ব্যাকরণের দিক থেকেও উচ্চমানের ছিলেন বলে জানিয়েছেন লঙ্কান কিংবদন্তি। বাইশ গজে দুই ভারতীয় ক্রিকেটারের জুটি অন্যতম সেরা ছিল বলে জানিয়েছেন কুমার সাঙ্গাকারা।

বিরাট-রোহিত সম্পর্কে সাঙ্গাকারা

বিরাট-রোহিত সম্পর্কে সাঙ্গাকারা

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি কুমার সাঙ্গাকারার কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের মতো বিরাট কোহলি এবং রোহিত শর্মাও মিলিত ভাবে তিরিশ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করে ফেলেছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক এবং সহ-অধিনায়কের ব্যাটিংয়ের ধরন, শট নির্বাচন অনেকটা সৌরভ এবং দ্রাবিড়ের মতো বলেই মনে করেন সাঙ্গাকারা। আধুনিক ক্রিকেটে বর্তমানে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ব্যাটসম্যান নেই বলে দাবি করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি।

বাংলা দলের কোচের পদে অরুণ লালকে ধরে রাখল সিএবি, কবে অনুশীলন ঈশ্বরণদেরবাংলা দলের কোচের পদে অরুণ লালকে ধরে রাখল সিএবি, কবে অনুশীলন ঈশ্বরণদের

English summary
Sangakara compares Virat and Rohit with Dravid and Sourav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X