For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বরেকর্ড ভাঙবেন কোহলি, ভবিষ্যদ্বাণী সঙ্গাকারার

২০১৫ বিশ্বকাপে টানা চারটি ওয়ান ডে'তে শতরান হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার বাঁ-হাতি ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা। ওয়ান ডে সেই কীর্তি কি ভাঙতে পারবেন কোনও ব্যাটসম্যান?

  • |
Google Oneindia Bengali News

২০১৫ বিশ্বকাপে টানা চারটি ওয়ান ডে'তে শতরান হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার বাঁ-হাতি ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা। ওয়ান ডে সেই কীর্তি কি ভাঙতে পারবেন কোনও ব্যাটসম্যান?

বিশ্বরেকর্ড ভাঙবেন কোহলি, ভবিষ্যদ্বাণী সঙ্গাকারার

বিশ্বকাপের মাঝে নিজের কীর্তি নিয়ে সঙ্গকারা বলছেন, তাঁর বিশ্বরেকর্ড ভাঙতে পারে কোনও ভারতীয় ক্রিকেটার। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার কাপ্তান বিরাট কোহলিকেই এই রেকর্ড ভাঙার যোগ্য ক্রিকেটার বলে মনে করছেন সঙ্গা।

বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার ধারাভাষ্যকার প্যানেলে থাকায় লঙ্কান প্রাক্তনী এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। সেখানে প্রতিটি দল ও বাছাই করা ক্রিকেটারেদের পারফর্ম্যান্সের দিকে নজর রয়েছে সঙ্গার। এক ক্রিকেট ওয়েবসাইটের পক্ষ থেকে তাঁর বিশ্বরেকর্ড নিয়ে প্রশ্ন করা হয়ে সঙ্গাকারা বলেন, 'ভারত অধিনায়ক বিরাট কোহলি, টানা চার ম্যাচে শতরানের রেকর্ড ভাঙার যোগ্য ক্রিকেটার।'

একনজরে কুমার সঙ্গাকারার বিশ্বরেকর্ড-

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে ১০৫*, ১১৭*,১০৪ ও ১২৪ রান করেছিলেন কুমার সঙ্গাকারা।

বিরাট কোহলির কীর্তি-

কুমার সঙ্গাকারাকে ছোঁয়া না হলেও তাঁর কীর্তির অনেক কাছে পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলি
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা তিনটি ওয়ান ডে ম্যাচে শতরান হাঁকানোর নজির রয়েছে কোহলির।

দেশের মাঠে হোল্ডারদের বিরুদ্ধে টানা তিন ম্যাচে ১৪০, ১৫৭* ও ১০৭ রান হাঁকান বিরাট কোহলি।

English summary
sangakkara-picks-virat-kohli-to-break-his-world-record-of-4-consecutive-centuries-in-odi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X