For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোটবেলার কোচের মতে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ম্যাচ থেকে সঞ্জুকে নতুন ভূমিকায় সুযোগ দেওয়া উচিত

চোটের কারণে শিখর ধাওয়ান সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন।

  • |
Google Oneindia Bengali News

চোটের কারণে শিখর ধাওয়ান সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ঢুকলেও তিন ম্যাচের একটিতেও প্রথম একাদশে সুযোগ পাননি সঞ্জু। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ থেকেই সঞ্জুর সুযোগ পাওয়া উচিত বলে মন্তব্য করলেন তাঁর ছোটবেলার কোচ।

ছোটবেলার কোচের মতে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ম্যাচ থেকে সঞ্জুকে নতুন ভূমিকায় সুযোগ দেওয়া উচিত

২৫ বছরের তরুণ উইকেটকিপার ব্য়াটসম্যান দেশের জার্সিতে ২০১৫ সালে অভিষেক করেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর জাতীয় দলে গত চার বছরে আর সুযোগ পাননি তিনি। এই মুহূর্তে ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ফোকাস করে যখন উইকেটকিপার ব্যাটসম্যনের খোঁজ চলছে তখন সঞ্জুকে নির্বাচকরা সুযোগ দিয়েছেন। যদিও ভারতীয় দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থই প্রথম পছন্দ।

সঞ্জুর ছোটবেলার কোচ বিজু জর্জ বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওকে প্রথম ম্যাচ থেকেই সুযোগ দেওয়া উচিত। এতে ওর আত্মবিশ্বাস বাড়বে। অতীতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট পর্ব থেকেই কেরিয়ারের বিভিন্ন সময় ওকে বাদ দেওয়া হয়েছে। এতে সঞ্জু হার মানে নি, লড়াই করে খেলায় ফিরেছে। পরিশ্রমী ক্রিকেটার। ছোট বয়স থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে স্বচ্ছন্দ সঞ্জু।'

সঙ্গে সঞ্জুর ছোটবেলার কোচ আরও বলেছেন, 'সঞ্জু ধাওয়ানের পরিবর্ত হিসেবে দলে এসেছে। সেক্ষেত্রে ওকে ওপেনিং ব্যাবহার করা যেতেই পারে। দল ওকে প্রথম ম্যাচ থেকেই ওপেনারের ভূমিকায় সুযোগ দিয়ে দেখতে পারে।'

English summary
Sanju Samson should get chance to open innings from 1st t20 against West Indies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X