For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমি কিন্তু একা পাকিস্তানে ফিরব না, ভারতের কাছে হেরে দলকে সতর্কবার্তা সরফরাজের

বিশ্বকাপে ভারতের কাছে ৮৯ রানে লজ্জার হার, তারপরই সতীর্থদের ক্লাস নিতে বসলেন পাক দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে ভারতের কাছে ৮৯ রানে লজ্জার হার, তারপরই সতীর্থদের ক্লাস নিতে বসলেন পাক দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।

ভারতের কাছে হার, দলকে সতর্ক করলেন সরফরাজ

টুর্নামেন্টের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় তুলনা চলছে! ১৯৯২ বিশ্বকাপের মতো এবারও হার-জিত-ম্যাচ ভেস্তে যাওয়া দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পাকিস্তান। ওয়াঘার ওপারের ফ্যানেরা তাই আশা রাখছে ১৯৯২ বিশ্বকাপের মতো এবারও ধাক্কা খেতে খেতেই শেষ চারে গিয়ে বাজিমাত করতে পারে পাকিস্তান। কিন্তু আদতে ইমরানের পাকিস্তানের সঙ্গে এই পাকিস্তান দলটির তুলনা টানা কি ঠিক? সেই প্রশ্নও উঠছে।

টুর্নামেন্টে ব্যাটিংয়ে বেহাল দশা পাক দলের। সেই সঙ্গে বোলিংয়েও ধারাবাহিকতা খুঁজছে পাক দল। ভারতের বিরুদ্ধে ৩৩৬ রান খরচ করেছে ওয়াহাবরা। বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের মাটিতে সবার আগে এসেছিল সরফরাজরা। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেছে তারা। সেখানে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ভরাডুবি নিয়ে বিশ্বকাপ শুরু আমিরদের। সেখানেই প্রশ্ন উঠছে ইংল্যান্ডের মাটিতে আগে পৌঁছেও পরিবেশকে কাজে লাগিয়ে বোলিংয়ে কেন সুবিধা তুলে নিতে ব্যর্থ সরফরাজ অ্যান্ড কোং। পরে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান হাঁকিয়ে জয় পেলেও অস্ট্রেলিয়া- ভারতের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়ে জয়ের রাস্তা হারিয়েছে পাকিস্তান।

বিশ্বকাপে পয়েন্ট টেবিলে এখন নয় নম্বরে রয়েছে পাক দল। সামনের দিনে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। তার আগেই সতীর্থদের নিয়ে আলোচনায় বসলেন সরফরাজ।

পাক মিডিয়া সূত্রের খবর, দলের সতীর্থদের নিয়ে কথা বলতে বসে সরফরাজ নাকি বলেছেন, বিশ্বকাপে হতশ্রী খেলার দায় শুধু অধিনায়কের একার নয়। সঙ্গে তিনি নাকি দলের আলোচনায় আরও বলেন হারলে শুধু তিনি নয়, পুরো দলই পাকিস্তান ফিরে যাবে। যেখানে তাঁদের জন্য উত্তেজিত জনতা, পাক বোর্ড সবাই অপেক্ষা করছে। ঘুরে দাঁড়ানোর কথা শুনিয়ে তাই সরফরাজ ঐ মিটিংয়েই আরও শুনিয়েছেন, এখান থেকেও টুর্নামেন্টের চার ম্যাচ ভালো খেলে সেমিফাইনালের জন্য শেষ চেষ্টা করা যেতেই পারে।

English summary
Sarfaraz Ahmed warns Pakistan teammates, after lost against india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X