For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিভিএস লক্ষ্মণকে টপকে কোন কোন রেকর্ডের মালিক সরফরাজ খান

ভিভিএস লক্ষ্মণকে টপকে কোন কোন রেকর্ডের মালিক সরফরাজ খান

  • |
Google Oneindia Bengali News

ঘরোয়া ক্রিকেট দুর্দান্ত নজির গড়ে লেজেন্ড ভিভিএস লক্ষ্মণকে টপকে গেলেন মুম্বই-র ডান হাতি ব্যাটসম্যান সরফরাজ খান। শেষ তিন ইনিংস মিলিয়ে তাঁর করা মোট রান এলিট লিস্টে স্থান পেয়েছে।

সরফরাজের অর্ধ-শতরান

সরফরাজের অর্ধ-শতরান

রঞ্জি ট্রফির এলিট গ্রুপ এ ও বি-র গুরুত্বপূর্ণ তথা ডু অর ডাই ম্যাচে সৌরাষ্ট্রের মুখোমুখি হয়েছে মুম্বই। ব্যাট হাতে অর্ধ-শতরান করেন মুম্বই-র ডান হাতি ব্যাটসম্যান সরফরাজ খান। ৭৮ রান করে আউট হন তিনি।

গত তিন ইনিংসে ৬০৫

গত তিন ইনিংসে ৬০৫

সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৮ রান করেছেন মুম্বই-র ডান হাতি ব্যাটসম্যান সরফরাজ খান। এর আগের দুটি রঞ্জি ট্রফির ইনিংসে অপরাজিত ৩০১ ও ২২৬ রান করেন দেশের তরুণ তারকা। সবমিলিয়ে গত তিন ইনিংস মিলিয়ে ৬০৫ রান এসেছে সরফরাজ খানের ব্যাট থেকে। যা এক রেকর্ড বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

লক্ষ্মণকে টপকে

লক্ষ্মণকে টপকে

১৯৯৯-২০০০ মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটের পরপর তিন ইনিংস মিলিয়ে ভিভিএস লক্ষ্মণের ব্যাট থেকে এসেছিল ৫৩০ রান। ১৯৯৭-১৯৯৮ মরশুমে একই প্রেক্ষাপটে ৫৩৮ রান করেছিলেন ভেরি ভেরি স্পেশাল। মুম্বই-র সরফরাজ খান ভিভিএস লক্ষ্মণের সেই রেকর্ড টপকে গিয়েছেন।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

তালিকার শীর্ষে রয়েছেন ভারতের কেসি ইব্রাহিম। ১৯৪৭-৪৮ মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটের পরপর তিন ইনিংস মিলিয়ে ৭০৯ রান করেছিলেন তিনি। একই প্রেক্ষাপটে ৬৪৫ রান করা ইংল্যান্ডের গ্রেম হিক রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। ১৯৪১ সালে ভারতীয় কিংবদন্তী বিজয় মার্চেন্টের ব্যাট থেকে প্রথম শ্রেণির ক্রিকেটের পরপর তিন ইনিংস মিলিয়ে ৬৩৪ রান এসেছিল। তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।

English summary
Sarfaraz Khan surpasses VVS Laxman and reaches unique record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X