For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন হাজির রাজনীতির বাইশ গজে, ক্রিকেটে ঝাঁঝ দেখাচ্ছেন অর্জুন

সচিন তেন্ডুলকর হাজির রাজ্যসভায়, অন্যদিকে ছেলের বোলিং স্পিডকে কুর্নিশ করছে দুনিয়া 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বেশ কিছুদিন ধরেই সচিন রাজ্যসভায় হাজির থাকেন না বলে সোরগোল পড়েছিল। সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল জানিয়েছিলেন রাজ্যসভার মনোনীত সদস্য হয়েও সচিনের হাজিরা খুবই কম। তাহলে তাঁকে পদত্যাগ করারও প্রস্তাব দেন তিনি। এতেই নড়েচড়ে বসে সচিন হাজির রাজ্যসভার অধিবেশন।

রাজ্যসভায় হাজির সচিন

স্বভাবসিদ্ধ স্টাইলে এদিন অবশ্য কোনও ধামাকা করেননি তিনি। আসলে পিচটা তো আর বাইশ গজ নয়। গোটা অধিবেশনে কোনও প্রশ্ন করেননি মাস্টারব্লাস্টার। রাজ্যসভার মনোনীত সদস্যদের মধ্যে রেখা ও সচিনের উপস্থিতির হার খুবই খারাপ। এর আগেও এ নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে।

রাজ্যসভার খারাপ পারফরমাররা

এদিকে ইংল্যান্ডে বিশ্বকাপে রানার্স হওয়া মহিলা ক্রিকেট দলের অনুশীলনে নিয়মিত বোলিং করেছেন সচিন পুত্র। লর্ডসে নিয়মিত অনুশীলন সারছিলেন ভারতীয় দল। আর হাজির ছিলেন নেট বোলারারাও। আর সেখানেই বোলিং করছিলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর।

পেসে কাঁপাচ্ছেন সচিন পুত্র

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Sachin Tendulkar's son, Arjun, is one of the net bowlers for India women today. Bowling t Veda here. <a href="https://twitter.com/hashtag/WWC17?src=hash">#WWC17</a> <a href="https://twitter.com/ESPNcricinfo">@ESPNcricinfo</a> <a href="https://t.co/M37es7GINf">pic.twitter.com/M37es7GINf</a></p>— Melinda Farrell (@melindafarrell) <a href="https://twitter.com/melindafarrell/status/888702125903052800">July 22, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সচিন পুত্রের বোলিংয়ে রীতিমতো মুগ্ধ ভারতীয় মহিলা দলের ক্রিকেটারর। গড়ে ১৩০ কিলোমিটারে বল করেন অর্জুন তেন্ডুলকর। এই বয়সেই এক গতিতে এত জোরে বল করেন তাতেই মজেছেন মহিলা ক্রিকেটাররা। বাবা তেন্ডুলকর যখন খেলতেন বল পাঠিয়ে দিতেন সীমান্তের বাইরে। এবার ছেলের বলের জোরে মাত হচ্ছে প্রতিপক্ষ।

English summary
Senior and junior Tendulkar busy in two different worlds
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X