For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে সচিনকে রাখলেনই না আফ্রিদি! নেই ইমরানও!

নিজের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে সচিনকে রাখলেনই না আফ্রিদি! নেই ইমরানও!

  • |
Google Oneindia Bengali News

নিজের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে রাখলেনই না পাকিস্তানি লেজেন্ড শাহিদ আফ্রিদি। বাদ দেওয়া হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানকেও। পরিবর্তে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির নাম দেখে ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, এ কী দল গড়েছেন আফ্রিদি।

বাদ সচিন, ইমরান, যুবরাজ

বাদ সচিন, ইমরান, যুবরাজ

ক্রিকেট বিশ্বকাপের নাম উঠলেই সবার আগে যে দুটি নাম মাথায় আসে, তাঁরা হলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর এবং কিংবদন্তি ইমরান খান। কিন্তু শাহিদ আফ্রিদি তাঁর সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে কেন তাঁদের রাখলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট প্রেমীরা। অন্যদিকে, ২০১১ সালে একার দক্ষতায় ভারতকে বিশ্বকাপ জেতানো যুবরাজ সিং-রও এই দলে থাকা উচিত ছিল বলে মনে করেন ক্রিকেট মহল।

ওপেনে আনোয়ার ও গিলক্রিস্ট

ওপেনে আনোয়ার ও গিলক্রিস্ট

নিজের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশের ওপেনিং স্লটে লেজেন্ড সৈয়দ আনোয়ার ও অ্যাডাম গিলক্রিস্টকে রেখেছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের হয়ে ২১টি বিশ্বকাপের ম্যাচে ৯১৫ রান করেছেন আনোয়ার। অস্ট্রেলিয়ার হয়ে ৩১টি বিশ্বকাপ ম্যাচে ১০৮৫ রান করেছেন গিলক্রিস্ট।

তিন, চার, পাঁচ

তিন, চার, পাঁচ

অস্ট্রেলিয়াকে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ দেওয়া রিকি পন্টিং এই দলের তিন নম্বর স্থানে ব্যাট করতে নামবেন। ভারতের হয়ে ২৬টি বিশ্বকাপ ম্যাচে ১০৩০ রান করা বিরাট কোহলি, আফ্রিদির দলে চার নম্বর স্থানে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ১৯৯২ সাল থেকে ২০০৭ পর্যন্ত পাকিস্তানকে পাঁচটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ইনজামাম-উল-হক নামবেন পাঁচ নম্বরে।

ছয় ও সাত

ছয় ও সাত

শাহিদ আফ্রিদির দলের ছয় নম্বর স্থান সংরক্ষিত হয়েছে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার, দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসের জন্য। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে ৫৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রচুর রান করা ওয়াসিম আক্রমকে এই দলের সাত নম্বরে ব্যাট করতে পাঠাতে চান শাহিদ আফ্রিদি।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

অস্ট্রেলিয়ার হয়ে ৩৯টি বিশ্বকাপ ম্যাচে ৭১ উইকেট নেওয়া গ্লেন ম্যাকগ্রা, পাকিস্তানের হয়ে ১৯ ম্যাচে ৩০ উইকেট নেওয়া শোয়েব আখতার রয়েছেন শাহিদ আফ্রিদির সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে। রয়েছেন বিশ্বকাপে যথাক্রমে ৩২ ও ২৩ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও পাকিস্তানের সাকলিন মুস্তাকও।

ভয়াবহ করোনা পরিস্থিতিতে কবে শুরু আইপিএল, আভাস বিসিসিআই-র ভয়াবহ করোনা পরিস্থিতিতে কবে শুরু আইপিএল, আভাস বিসিসিআই-র

English summary
Shahid Afridi's all time World Cup XI excludes Sachin Tendulkar, Imran Khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X