For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে বিশ্বকাপের ব্যাট নিলামে তুলতে চলেছেন তারকা ক্রিকেটার

করোনা যুদ্ধে বিশ্বকাপের ব্যাট নিলামে তুলতে চলেছেন তারকা ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনার করাল গ্রাসে স্তব্ধ বিশ্ব। প্রাণঘাতী ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভাইরাসের মোকাবিলাই এখন প্রথম কাজ। করোনা আক্রান্তের চিকিৎসায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটাররা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার বাংলাদেশে করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছেন শাকিব আল হাসান।

বিশ্বকাপের ব্যাট নিলামে তুলতে চলেছেন শাকিব

বিশ্বকাপের ব্যাট নিলামে তুলতে চলেছেন শাকিব

২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত সফল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার আট ম্যাচে ৬০৬ রান করেছিলেন। যে ব্যাটে তিনি এত রান হাঁকিয়েছিলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে সেই ব্যাটই এ বার নিলামে তুলছেন বাঁ-হাতি। নিলাম থেকে পাওয়া অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনে যেতে চলেছে। করোনা যুদ্ধে এই ফাউন্ডেশন এখন বাংলাদেশে কাজ করছে।

একনজরে শাকিবের স্মরণীয় বিশ্বকাপ

একনজরে শাকিবের স্মরণীয় বিশ্বকাপ

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শাকিবের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যাট হাতে তাক লাগিয়ে দিয়েছেলেন এই অলরাউন্ডার। দুটি সেঞ্চুরি ও পাঁচটা হাফ-সেঞ্চুরি করেছিলেন সাকিব। বিশ্বকাপের গ্রুপের ৯ ম্যাচ খেলে ব্যাটিং গড় ছিল ৮৬.৫৭। শুধু ব্যাট হাতেই নয়, বোলার সাকিবও সাফল্য পেয়েছিলেন। টুর্নামেন্টে স্পিন ভেল্কিতে ১১ উইকেট নিয়েছিলেন।

শাকিবের রেকর্ড

শাকিবের রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে শাকিব একমাত্র ক্রিকেটার যিনি, এক বিশ্বকাপে ৬০০ -এর বেশি রান ও ও ১০-এর বেশি উইকেট নিয়েছেন। অন্য কোনও অলরাউন্ডারের এক বিশ্বকাপে এই নজির নেই।

সোশ্যাল মিডিয়ায় যা বললেন শাকিব

সোশ্যাল মিডিয়ায় যা বললেন শাকিব

ফেসবুক লাইভে এসে করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁর অংশ হওয়ার কথা শাকিব জানান। বিশ্বকাপের স্মরণীয় ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্তের কথাও সাকিব জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, 'করোনাভাইরাস সঙ্কটে ব্যাট বেচে সংগ্রহ করা অর্থ কাজে আসতে পারে। পুরো বিশ্বকাপটা এই ব্যাটে খেলেছি। টেপ লাগিয়েও এই ব্যাটেই ব্যাটিং করে গিয়েছিলাম। এটি আমার সবচেয়ে প্রিয় ব্যাট। কিন্তু মানব সংকটে জীবনের দাম কোনও ব্যাটের চেয়ে বেশি মূল্যবান হতে পারে না। সেকারণেই ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিলাম।'

'হ্যাম ভি খেল নে আয়ে হ্যায়', অধিনায়ক সৌরভকে কোন মোক্ষম জবাব দিয়েছিলেন কাইফ'হ্যাম ভি খেল নে আয়ে হ্যায়', অধিনায়ক সৌরভকে কোন মোক্ষম জবাব দিয়েছিলেন কাইফ

English summary
Shakib Al Hasan will auction bat by which he scored 606 runs in the 2019 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X