For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেন ওয়ার্নের বিশ্বসেরা ওয়ান ডে দলে কেন নেই বিরাট কোহলি ও এমএস ধোনি?

শেন ওয়ার্নের বিশ্বসেরা ওয়ান ডে দলে কেন নেই বিরাট কোহলি ও এমএস ধোনি?

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে চলা করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের আবহেই, তাঁর বিরুদ্ধে খেলা ক্রিকেটারদের নিয়ে বিশ্বের সেরা ওয়ান ডে দল তৈরি করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার শেন ওয়ার্ন। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি না থাকলেও দলে দুই ভারতীয় লেজেন্ড জায়গা পেয়েছেন। দেখে নেওয়া যাক সেই একাদশ।

ওপেনে শেহওয়াগ ও জয়সূর্য

ওপেনে শেহওয়াগ ও জয়সূর্য

ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র শেহওয়াগ ও শ্রীলঙ্কার লেজেন্ড সনৎ জয়সূর্যকে এই ওয়ান ডে দলের ওপেনার নির্বাচন করেছেন শেন ওয়ার্ন। দুই ক্রিকেটারই ধ্বংসাত্মক ব্যাটিং করার জন্য বিশ্বে মাহের।

তিনে সচিন

তিনে সচিন

৪৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলে ১৮৪২৬ রান ও ৪৯টি শতরানের মালিক সচিন তেন্ডুলকরকে এই দলের তিনে ব্যাট করার সুযোগ দিতে চান শেন ওয়ার্ন। যদিও কেরিয়ারের বেশিরভাগ ম্যাচ ওপেনার হিসেবেই খেলেছেন মাস্টার ব্লাস্টার।

চারে লারা

চারে লারা

শেন ওয়ার্নের সেরা ওয়ান ডে দলের চার নম্বরে ব্যাট করতে নামবেন ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান লারা।

পাঁচে পিটারসেন

পাঁচে পিটারসেন

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা তাঁর পরম বন্ধু কেভিন পিটারসেনকে এই দলে রেখেছেন শেন ওয়ার্ন। কেপি-কে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামাতে চান অজি কিংবদন্তি।

উইকেটরক্ষক ও অল রাউন্ডার

উইকেটরক্ষক ও অল রাউন্ডার

তিনি যে যে ক্রিকেটারদের বিরুদ্ধে খেলেছেন, তাঁদের মধ্যে শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারাকেই এই দলের উইকেটরক্ষক এবং ছয় নম্বর স্থানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে দেখেছেন শেন ওয়ার্ন। অন্যদিকে, অল রাউন্ডার হিসেবে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার আন্ড্রু ফ্লিন্টফকে পছন্দ শেন ওয়ার্নের। প্রাক্তন ব্রিটিশ অল রাউন্ডারকে সাত নম্বরে ব্যাট করতে পাঠাবেন অজি লেজেন্ড।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

কিংবদন্তি ওয়াসিম আক্রম, কার্টলে আম্ব্রোস, শোয়েব আখতার ও ড্যানিয়েল ভিত্তোরিকে বিশ্বের সেরা ওয়ান ডে দলে রেখেছেন শেন ওয়ার্ন।

English summary
Shane Warne announces greatest ODI XI he has played against
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X