For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL : ১০ বছরে নিজের সেরা একাদশ বাছলেন শ্যেন ওয়ার্ন, শুরু বিতর্ক

আইপিএলের প্রথম অধিনায়ক হিসাবে রাজস্থান রয়্যালসের হয়ে ট্রফি জেতা শ্যেন ওয়ার্ন আইপিএলের দশ বছর পূর্তি উপলক্ষ্যে নিজের পছন্দের সেরা একাদশ বেছে নিয়েছেন। আর তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

  • |
Google Oneindia Bengali News

যখন খেলতেন তখনও বিতর্কিত হিসাবে পরিচিত ছিলেন, আর এখন প্রাক্তন হিসাবেও বিতর্কিতই রয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শ্যেন ওয়ার্ন।

আইপিএলের প্রথম অধিনায়ক হিসাবে রাজস্থান রয়্যালসের হয়ে ট্রফি জেতা শ্যেন ওয়ার্ন আইপিএলের দশ বছর পূর্তি উপলক্ষ্যে নিজের পছন্দের সেরা একাদশ বেছে নিয়েছেন। আর তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমন কিছু নাম তিনি দলে যোগ করেছেন যাদের থেকে ভালো অনেকেই রয়েছেন।

IPL : ১০ বছরে নিজের সেরা একাদশ বাছলেন শ্যেন ওয়ার্ন

আবার কিছু এমন খেলোয়াড়কে ওয়ার্ন বাদ দিয়েছেন যারা আইপিএলের সবচেয়ে সফল খেলোয়াড়দের অন্যতম। যেমন ওয়ার্নের পছন্দের দলে জায়গা হয়নি আইপিএলের সবচেয়ে সফল রানসংগ্রহকারী সুরেশ রায়নার। এছাড়া জায়গান পাননি 'মিস্টার ৩৬০ ডিগ্রি' এবি ডিভিলিয়ার্স।

তার জায়গায় কারা শ্যেনের দলে জায়গা পেয়েছেন আসুন দেখে নেওয়া যাক। এই দলের অধিনায়ক করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। তাঁর নেতৃত্বে ওয়ার্নারের একাদশের জায়গা পেয়েছেন নিয়মানুযায়ী মাত্র চারজন বিদেশি।

শ্যেন ওয়ার্নের সেরা আইপিএল একাদশ

  • ক্রিস গেইল (বিদেশি)
  • ব্রেন্ডন ম্যাককুলাম (বিদেশি)
  • জাক কালিস (বিদেশি)
  • বিরাট কোহলি
  • রোহিত শর্মা
  • যুবরাজ সিং
  • মহেন্দ্র সিং ধোনি
  • রবীন্দ্র জাদেজা
  • হরভজন সিং
  • লাসিথ মালিঙ্গা (বিদেশি)
  • উমেশ যাদব
English summary
Shane Warne picks his all-time IPL playing XI, sparks controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X