For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বুড়ো' ওয়াটসনের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা দিল্লি ডেয়ারডেভিলস

এদিন দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ফের একক বিধ্বংসী ইনিংস খেলে ওয়াটসন বোঝালেন তিনি ফের শতরান করে ফেলতে পারেন যে কোনওদিন।

  • |
Google Oneindia Bengali News

ক্রিস গেইলের শতরান করার পরের দিনই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০৬ রানের ইনিংস খেলে শ্যেন ওয়াটসন বুঝিয়ে দেন তিনি ফুরিয়ে যাননি। এদিন দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ফের একক বিধ্বংসী ইনিংস খেলে ওয়াটসন বোঝালেন তিনি ফের শতরান করে ফেলতে পারেন যে কোনওদিন। এদিনই শতরানের সুযোগ এসে গিয়েছিল। তবে অমিত মিশ্রকে মাঠের বাইরে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ওয়াটসন।

বুড়ো ওয়াটসনের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা দিল্লি ডেয়ারডেভিলস

এদিন প্রথমে চেন্নাইয়ের হয়ে নামেন ডু প্লেসি ও ওয়াটসন। চতুর্থ ওভার থেকে শুরু হয় মারমুখী ব্যাটিং। ডু প্লেসি একদিক ধরে রেখে ৩৩ বলে ৩৩ রান করে যান। এদিকে ওয়াটসন মাত্র ৪০ বলে ৭৮ রান করেন। শুধু তাই নয়, এদিন ৭টি বিশাল বিশাল ছক্কা হাঁকান তিনি।

একসময়ে মনে হচ্ছিল আজ ওয়াটসনের ফের শতরান করা ময়ের অপেক্ষা। তবে ১৩.৫ ওভারের মাথায় অভিজ্ঞ অমিত মিশ্রর বলে ফেরেন তিনি। আজ ওয়াটসন টিঁকে থাকলে নিশ্চিত শতরান করে ফিরতে পারতেন। কারণ তার পরও ছয় ওভার বাকী ছিল। যা ফায়দা তুলে যান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাত্র ২২ বলে ৫১ রান করেন মাহি। এছাড়া অম্বাতি রায়াডুও ২৪ বলে ৪১ করে ফেরেন।

এদিন মিলিয়ে এবছরের আইপিএলে ওয়াটসন ৮ ম্যাচ খেলে ২৮১ রান করেছেন। গড় ৩৫.১২ ও স্ট্রাইক রেট ১৬৬.২৭। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন ষষ্ঠ স্থানে। প্রথম স্থানে রয়েছেন অম্বাতি রায়াডু। তিনি ৮ ম্যাচে ৩৭০ রান করেছেন।

English summary
CSK's Shane Watson proves his worth again with blistering knock of 78 off 40 balls against DD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X