For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন 'হোম গ্রাউন্ড'-এ পুরনো দলের বিরুদ্ধে বিধ্বংসী শতরান ওয়াটসনের

২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছেন। সেই পুরনো দলের বিরুদ্ধেই বিধ্বংসী শতরান করলেন শ্যেন ওয়াটসন।

  • |
Google Oneindia Bengali News

২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছেন। সেই পুরনো দলের বিরুদ্ধেই বিধ্বংসী শতরান করলেন শ্যেন ওয়াটসন। চেন্নাইয়ে বিক্ষোভের জেরে মহেন্দ্র সিং ধোনিদের হোম গ্রাউন্ড হয়ে গিয়েছে পুনে। এদিন সেই নতুন মাঠেই রাজস্থানের বিরুদ্ধে ৫১ বলে শতরান করলেন শ্যেন ওয়াটসন। শেষ অবধি ৫৭ বলে ১০৬ রান করলেন তিনি।

নতুন হোম গ্রাউন্ড-এ পুরনো দলের বিরুদ্ধে শতরান ওয়াটসনের

এদিন টসে জেতে রাজস্থান রয়্যালস। অজিঙ্ক রাহানের দলের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণ শুরু করে দেন ওয়াটসন। মাত্র ৪.৩ ওভারে ৫০ পূর্ণ করে চেন্নাই। তখনই আউট হন ওপেন করতে নামা রায়াডু। নামেন সুরেশ রায়না।

তবে ওয়াটসন ঝড় থামেনি। রায়নাকে পেয়ে আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। শেষ অবধি ৫১ বলে শতরান পূর্ণ করেন। শেষদিকে চেন্নাই ব্যাটিং কিছুটা থিতিয়ে পড়ে। ১৩ ওভারে যেখানে দেড়শো উঠে গিয়েছিল, সেখানে শেষ সাত ওভারে মাত্র ৫০ এর কিছু বেশি রান করে চেন্নাই। শেষ অবধি ৫ উইকেটে ২০৪ রানে থামে চেন্নাই।

বৃহস্পতিবার ক্রিস গেইল রাজস্থানের বিরুদ্ধে ঝড় তুলে শতরান করেছিলেন। সেটা ছিল এবছরের আইপিএলের প্রথম শতরান। এদিন ওয়াটসনও শতরান করে ফেললেন।

এই নিয়ে আইপিএলে তিনটি শতরান হয়ে গেল ওয়াটসনের। এদিনের ম্যাচ ধরলে এই মরশুমে ৪ ম্যাচ খেলে ১৭৫ রান করলেন তিনি। গড় ৪৩.৭৫ ও ব্যাটিং গড় ১৭৬.৭৬। আর গোটা আইপিএল কেরিয়ারে ১০৬টি ম্যাচ খেলে ২৭৯৭ রান করেছেন শ্যেন ওয়াটসন। গড় ৩১.৭৮। স্ট্রাইক রেট ১৪০.৫৫।

English summary
Shane Watson’s ton powers Chennai Super Kings to ease past 200 runs vs Rajasthan Royals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X