For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় মাঝে ঝুঁকির ক্রিকেট, জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন ক্রিকেটার

করোনায় মাঝে ঝুঁকির ক্রিকেট, জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস দুর্বার গতিতে ছড়িয়ে পরার কারণে দেশে ম্যারথান লকডাউন। ৩১ মে সেই লকডাউনের চতুর্থ দফা শেষ হচ্ছে। ১ জুন থেকে শুরু হবে আনলক ওয়ান! অর্থাৎ লকডাউন ও স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে সামনের একবার এবার সেতু নির্মাণ শুরু হবে! এই চতুর্থ লকডাউনে দর্শকশূন্য পরিবেশে মাঠ খেলার অনুমতি থাকলেও ক্রিকেট শুরুর পক্ষে বিসিসিআইয়ের কোনও ইঙ্গিত ছিল না। আর বোর্ডের কোনও পরামর্শ না নিয়ে ক্রিকেট মাঠে নেমে পড়ে প্রশ্নের মুখে শার্দুল ঠাকুর।

শার্দুলকে জিজ্ঞাসাবাদ

শার্দুলকে জিজ্ঞাসাবাদ

এই ব্যাপারে এবার শার্দুলকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মুম্বই ক্রিকেট সংস্থা জানিয়েছে। লকডাউনে বিসিসিআইয়ের সঙ্গে কোনও আলোচনা না করে ক্রিকেটে নেমে পড়ার কারণে আরও ৩ ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হবে জানা গিয়েছে।

লকডাউনের মাঝেই ক্রিকেট অনুশীলন

লকডাউনের মাঝেই ক্রিকেট অনুশীলন

করোনা সংক্রমণ রুখতে ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারতে এখন চতুর্থ দফার লকডাউন জারি করা হয়েছিল। এর মাঝে আগের সপ্তাহের শনিবার ভারতীয় পেসার শার্দুল অনুশীলনে নেমে পড়েন।

কোথায় অনুশীলন

কোথায় অনুশীলন

ভারতের মহারাষ্ট্র এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াই চালাচ্ছে। রাজ্যে সংক্রমিতের সংখ্যা প্রায় ৫০ হাজারের বেশি। এই পরিস্থিতিতে মুম্বই থেকে ১১০ কিমি দূরে পালঘর জেলার বয়সারের স্থানীয় একটি ক্রিকেট মাঠে নেটে অনুশীলন করেন শার্দুল।

শাস্তি পেতে পারেন শার্দুল

শাস্তি পেতে পারেন শার্দুল

বোর্ডের অনুমতি ছাড়া শার্দুল এভাবে কেন লকডাউনের মাঝেই ক্রিকেট অনুশীলন শুরু করায়, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।শোনা যাচ্ছে এই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে শাস্তি দিতেও পারে।

ক্রিকেট শুরু নিয়ে বোর্ড কোনও তাড়া দেখায়নি

ক্রিকেট শুরু নিয়ে বোর্ড কোনও তাড়া দেখায়নি

অন্য রাজ্যেগুলির তুলনায় মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি একেবারেই খারাপ। সরকার ক্রীড়াবিদদের রেড জোনের বাইরে স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি দিয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও ক্রিকেটারদের মাঠে অনুশীলনের বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না, সেকারণেই ক্রিকেট শুরু নিয়ে এখই বোর্ডের তরফ থেকে কোনও তাড়াহুড়ো করা হয়নি।

কেন বোর্ডের রোষানলে শার্দুল

কেন বোর্ডের রোষানলে শার্দুল

শার্দুল মহারাষ্ট্রের বোর্ডের পালঘর জেলায় ক্রিকেট খেলেছেন। এই অঞ্চল করোনা রেড জোনে নেই। তবে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ক্রিকেট সংস্থার নিয়ম নেমে চলার কথা। গ্রেড সি'র চুক্তিতে শার্দুল বছরে এক কোটি টাকা পান। সেকারণে বোর্ডের সঙ্গে আলোচনা না করে ক্রিকেট শুরু করায় দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা শার্দুলের উপর অসন্তুষ্ট।

দেশে কবে ক্রিকেট শুরু হতে পারে

দেশে কবে ক্রিকেট শুরু হতে পারে

করোনা সংক্রমণে দেশে এখন কঠিন অবস্থা। যেখানে প্রতিদিন গড়ে ৭০০০ করে নতুন সংক্রমণ দেখা যাচ্ছে। দেশে ইতিমধ্যে ১ লক্ষ ৮০ হাজার মানুষ করোনা সংক্রমিত। এই পরিস্থিতিতে জুলাইয়ের আগে দেশে ক্রিকেট শুরুর পক্ষে নয় বিসিসিআই।

করোনা ভাইরাসের জের, কী যে হবে তা বুঝতেই পারছেন না বিরাট কোহলিকরোনা ভাইরাসের জের, কী যে হবে তা বুঝতেই পারছেন না বিরাট কোহলি

English summary
Shardul Thakur to be questioned by MCA for training outdoors during lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X