For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই সভাপতির পদ থেকে ইস্তফা শশাঙ্ক মনোহরের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১০ মে : বিসিসিআই সভাপতি পদে বেশিদিন রইলেন না বিদর্ভের দোর্দণ্ডপ্রতাপ ক্রিকেট প্রশাসক শশাঙ্ক মনোহর। এদিন বোর্ডের কাছে নিজের ইস্তফা পাঠিয়ে দিয়েছেন তিনি। তার বদলে সভাপতি পদে সম্ভবত ফের বসতে চলেছেন শরদ পাওয়ার।

গতবছরের সেপ্টেম্বর মাসে জগমোহন ডালমিয়া ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকাকালীনই মারা যাওয়ার পরে সেই আসনে বসেন শশাঙ্ক মনোহর। একইসঙ্গে তিনি আইসিসি চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব সামলাচ্ছিলেন।

বিসিসিআই সভাপতির পদ থেকে ইস্তফা শশাঙ্ক মনোহরের

তবে সম্প্রতি লোধা কমিটির রিপোর্টের পর দুর্নীতি দূর করার প্রশ্নে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করে তিরস্কৃত হতে হয় বিসিসিআইকে। লোধা কমিটির সুপারিশ মেনে বোর্ড চালানো ক্রমেই অসম্ভব মনে হচ্ছিল মনোহরের কাছে। ফলে তিনি দু'মাস আগে থেকেই সরে দাঁড়াতে চেয়ছিলেন।

আগামী ২৩ মে আইসিসি চেয়ারম্য়ান হিসাবে সম্ভবত ফের একবার দায়িত্ব নিতে চলেছেন তিনি। সেখানে নির্বাচিত হলে সেই পদে ২০২১ পর্যন্ত থাকতে হবে। ফলে দুটি দায়িত্ব একসঙ্গে পালন করা তাঁর পক্ষে সম্ভব ছিল না।

কারণ কিছুদিন আগে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে নয়া নিয়ম জারি করা বলা হয়েছে, আইসিসির চেয়ারম্য়ান হতে গেলে কোনও দেশের ক্রিকেট পদের সঙ্গে সংস্রব রাখা চলবে না। সেই কারণেও মনোহর পদ ছাড়লেন বলে মনে করা হচ্ছে।

গত বছরের মার্চ মাসে বিসিসিআই সভাপতি হিসাবে জগমোহন ডালমিয়া শপথ নেন। এরপরে সেপ্টেম্বরে তাঁর অকাল প্রয়াণের পরে সেই পদে নির্বাচিত হন শশাঙ্ক মনোহর। তবে তিনিও বেশিদিন এই পদে কাজ করতে পারলেন না।

English summary
Shashank Manohar quits as BCCI president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X