For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফাস্ট বোলারদের খেলতে ভয় পাই না', কাকে উত্তর দিলেন শিখর ধাওয়ান

'ফাস্ট বোলারদের খেলতে ভয় পাই না', কাকে উত্তর দিলেন শিখর ধাওয়ান

  • |
Google Oneindia Bengali News

আট বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের হয়ে ইনিংস শুরু করছেন। ফাস্ট বোলারদের সত্যিই ভয় পেলে, ওই স্থানে তিনি টিকতে পারতেন না বলে সাফ জানিয়েছেন ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান। জাতীয় দলে রোহিত শর্মার সঙ্গে তিনি ওপেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন গব্বর।

রোহিত ও ধাওয়ান

রোহিত ও ধাওয়ান

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ান ডে-তে ১০৭টি ইনিংসে ওপেন করেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ৪৮০২ রান করে ফেলেছে তাঁদের জুটি। বিশ্ব তালিকার চার নম্বর স্থানে রয়েছেন রোহিত ও শিখর ধাওয়ান। তালিকার শীর্ষ স্থানে রয়েছে ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপেনিং জুটি। দেশের হয়ে ১৩৬টি ওয়ান ডে ইনিংসে একসঙ্গে ওপেন করে ৬৬০৯ রান করেছেন দুই ভারতীয় লেজেন্ড।

ধাওয়ানকে 'ইডিয়ট' বলেন রোহিত

ধাওয়ানকে 'ইডিয়ট' বলেন রোহিত

অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথোপকথনে নিজের ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানকে মজার ছলে 'ইডিয়ট' বলে সম্বোধন করেছিলেন রোহিত শর্মা। তাঁর কথায়, ধাওয়ান কোনও ম্যাচেই আগে স্ট্রাইক নিতে চান না। কারণ তিনি স্পিনারদের খেলতে পছন্দ করেন। কিন্তু ধাওয়ান স্পিনারদেরও ঘায়েল করতে পারেন না বলে মজার ছলে বলেছিলেন রোহিত। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার ওপেন করতে নামার সময়ও, ধাওয়ান তাঁকে স্ট্রাইকে পাঠিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন হিটম্যান।

ধাওয়ানের জবাব

ধাওয়ানের জবাব

দেশের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠানের সঙ্গে কথোপকথনে শিখর ধাওয়ান মজার ছলেই রোহিত শর্মাকে উত্তর দিয়েছেন। বলেছেন, বিগত আট বছর ধরে তিনি ভারতীয় দলের হয়ে ইনিংস শুরু করছেন। খুব স্বাভাবিকভাবেই তাঁকে প্রতি ম্যাচে ফাস্ট বোলারদের ফেস করতে হয়েছে বলে জানিয়েছেন গব্বর।

প্রথম বল খেলতে চাই না

প্রথম বল খেলতে চাই না

শিখর ধাওয়ান স্বীকার করেছেন, তিনি ইনিংসের প্রথম বল ফেস করতে যে চান না, তা সঠিক কথা। কিন্তু পৃথ্বী শ-র তরুণ ওপেনারদের জন্য তিনি সেই দায়িত্বও পালন করেন বলে জানিয়েছেন গব্বর। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি রোহিতকে স্ট্রাইকে পাঠিয়েছিলেন, কারণ তিনি পরিস্থিতির পরিবর্তন ঘটাতে চাননি বলে জানিয়েছেন ধাওয়ান।

করোনার পর প্রিমিয়ার লিগের প্র্যাকটিসে নিষিদ্ধ ট্যাকেল! ৯ নির্দেশিকা কী কী দেখে নিনকরোনার পর প্রিমিয়ার লিগের প্র্যাকটিসে নিষিদ্ধ ট্যাকেল! ৯ নির্দেশিকা কী কী দেখে নিন

English summary
Shikhar Dhawan gives reply to Rohit Sharma about to face fast bowler
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X