For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অধিনায়ক হিসেবে দেশের জন্য এত ভালো সিদ্ধান্ত নিয়েছে, কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত ধোনি ঠিক সময় নেবে'

ধাওয়ান বলেছেন, 'দেশকে দু'বার বিশ্বচ্যাম্পিয়ন করেছেন ধোনি। মাহি একজন বড় লিডার। অধিনায়ক হিসেবে দেশের জন্য যে এত ভালো সিদ্ধান্ত নিতে পারে। কেরিয়ার কবে শেষ করতে হবে,সিদ্ধান্তটা সে ঠিক সময়ই নেবে

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট, বাইশ গজ, গ্লাভস, ব্যাট-প্যাড সবের থেকে এখন অনেকটা দূরে নিজের মতো সময় কাটাচ্ছেন মাহি। দূরে থেকে কোথাও যেন ক্রিকেট দুনিয়ায় মনে প্রতি মূহূর্তের জন্য চায়ের আড্ডার আলোচনা উঠে আসছেন। অবসর নেওয়া উচিত, অনুচিত হাজারও বিতর্ক, হাজারও জল্পনা হাজারও কথার ডুয়েল। যা দেখে মনে হচ্ছে, কেয়িয়ারের শেষ পর্বে এসেও ম্যাজিক ফুরাইনি ধোনির!

এবার ধোনিকে নিয়ে কী বললেন ধাওয়ান

এবার ধোনিকে নিয়ে কী বললেন ধাওয়ান

মাহির অবসর জল্পনার মাঝে মুখ খুললেন তাঁর সতীর্থ ক্রিকেটার শিখর গব্বর ধাওয়ান। বাঁ-হাতি ওপেনার বলেছেন, 'দেশকে দু'বার বিশ্বচ্যাম্পিয়ন করেছেন ধোনি। মাহি একজন বড় লিডার। অধিনায়ক হিসেবে দেশের জন্য যে এত ভালো সিদ্ধান্ত নিতে পারে। কেরিয়ার কবে শেষ করতে হবে,সিদ্ধান্তটা সে ঠিক সময়ই নেবে।বিরাট থেকে শুরু করে আমরা সাবাই ধোনিকে শ্রদ্ধা করি। মাহির অবসরের সিদ্ধান্ত তার উপরই ছেড়ে দেওয়া উচিত।

 সুরেশ রায়না কী বলেছেন

সুরেশ রায়না কী বলেছেন

ধোনি আর রায়না যে একে অন্যের খুব কাছের বন্ধু, তা নতুন করে বলে দিতে হবে না। বন্ধুর অবসর জল্পনা নিয়ে রায়না বলেছেন, 'অবসরের সিদ্ধান্তটা ধোনির উপরই ছেড়ে দেওয়া হোক। এই বয়সেও ধোনি দারুণ ফিট। সেই সঙ্গে দারুণ মানের উইকেটকিপার। সঙ্গে ভুলে গেলে চলবে না, এখনও ধোনি দেশের অন্য়তম সেরা ফিনিশার।'

বিশ্বকাপে ধোনিকে কত নম্বরে খেলানো উচিত ছিল, কী বললেন রায়না

বিশ্বকাপে ধোনিকে কত নম্বরে খেলানো উচিত ছিল, কী বললেন রায়না

রায়না আরও বলেছেন, 'বিশ্বকাপে ধোনিকে আরও একটু আগে ব্যবহার করানো উচিত ছিল। সেক্ষেত্রে ধোনিকে পন্থকে গাইড করতে পারত। পরে পান্ডিয়ার সঙ্গেও মজবুত পার্টনারশিপ তৈরি করা যেত।'

English summary
Shikhar Dhawan says, MS Dhoni understands when he should retire
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X