For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওভালের মাঠে শিখরের ভাঙড়ায় মাতল গ্যালারি, কমেন্ট্রি বক্সেও ছড়ালো সেই নাচ, দেখুন ভিডিও

পঞ্চম টেস্টের প্রথম দিনের শেষ সেশনে শিখর ধাওয়ানকে মাঠেই ভাঙড়া নাচতে দেখা যায়। তাঁর থেকে অনুপ্রাণিত হয়ে হরভজন সিং, ধারাভাষ্যকারদের বক্সে ডেভিড লয়েডকেও কিছু স্টেপস করান। 

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনের একেবারে শেষভাগে মাঠেই ভাঙড়া নেচে ওভালের দর্শকদের মন জিতে নিলেন শিখর ধাওয়ান। এমনকী তাঁর সেই নাচ ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ল ধারাভাষ্যকারদের মধ্যেও। হরভজন সিংকে দেখা যায় সহকারী ইংরেজ ধারাভাষ্যকারদের ভাঙরা নাচের বিভিন্ন স্টেপস শেখাতে।

ওভালের মাঠে শিখরের ভাঙড়ায় মাতল গ্যালারি, কমেন্ট্রি বক্সেও ছড়ালো সেই নাচ, দেখুন ভিডিও

প্রথম দিনের প্রথম দুই সেশনে কিন্তু ব্যাকফুটেই ছিল ভারত। কিন্তু শেষ সেশনে দাপট দেখান ভারতীয় পেসাররা। দিনের শেষে ইংল্যান্ড ১৯৮ রান তোলে ৭ উইকেট হারিয়ে। লম্বা দিনের শেষভাগে এই সাফল্যের খুশি মাঠে উপস্থিত ভারতীয়দের চোখে মুখে ধরা পড়ছিল। তবে অন্যদের থেকে উচ্ছ্বাসটা একটু বেশিই দেখা যায় শিখর ধাওয়ানের মধ্যে।

ওভালের গ্যালারিতে প্রচুর পরিমাণে ভারতীয় সমর্থক উপস্থিত ছিলেন। দিনের শেষভাগে ভারতীয় দলের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তাঁরা গ্যালারিতে ঢাক ঢোল বাজিয়ে ভাঙড়ার তালে মেতে উঠেছিলেন। সেইসময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন শিখর। তাঁকেও ভাঙড়ার তাল শুনে আর স্থির থাকতে পারেননি ভারতীয় দলের এই ওপেনার। মাঠের মধ্য়েই তাঁকে নাচতে দেখা যায়। তাতে গ্যালারির ওই অংশের উচ্ছ্বাস আরও বাড়ে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/ENGvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#ENGvIND</a> Another amazing day of Test Cricket at the Oval - we even got the legend <a href="https://twitter.com/SDhawan25?ref_src=twsrc%5Etfw">@SDhawan25</a> to do some Bhangra to our Dhol. <a href="https://twitter.com/hashtag/COTI?src=hash&ref_src=twsrc%5Etfw">#COTI</a> 🇮🇳 <a href="https://t.co/fMKUnXfpdn">pic.twitter.com/fMKUnXfpdn</a></p>— The Bharat Army (@thebharatarmy) <a href="https://twitter.com/thebharatarmy/status/1038142411359305728?ref_src=twsrc%5Etfw">September 7, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সেখানেই ওভাল টেস্টের ভাঙড়া কাণ্ড শেষ হয়নি। শিখরের সেই নাচ চোখ এড়ায়নি মাঠের ক্যামেরাম্যানের। চোখে পড়ে ধারাভাষ্যকারদেরও। সেইসময় ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন সিং। ভাজ্জিকে দেখা যায় তাঁর সহ-ধারাভাষ্যকারদের ভাঙড়া সম্পর্কে জ্ঞান দিতে। বসে বসেই ভাঙড়ার কিছু স্টেপস করে দেখান তিনি। এরপরই ইংরেজ ধারাভাষ্যকার ডেভিড লয়েডকেও দেখা যায় ভাঙড়ার কায়দায় কাঁধ ঝাঁকাতে। সেইসময় মুখে ভাঙড়ার বোল দিচ্ছিলেন হরভজন সিং।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Cricket On but Bhangra Rules . Mr. Cool <a href="https://twitter.com/SDhawan25?ref_src=twsrc%5Etfw">@SDhawan25</a> and Turbanator <a href="https://twitter.com/harbhajan_singh?ref_src=twsrc%5Etfw">@harbhajan_singh</a> showing some Punjabi moves <a href="https://twitter.com/hashtag/IndiavsEngland?src=hash&ref_src=twsrc%5Etfw">#IndiavsEngland</a> <a href="https://twitter.com/BCCI?ref_src=twsrc%5Etfw">@BCCI</a> <a href="https://twitter.com/ICC?ref_src=twsrc%5Etfw">@ICC</a> <a href="https://twitter.com/ECB_cricket?ref_src=twsrc%5Etfw">@ECB_cricket</a> should add Bhangra to every test match to spice it up :-) <a href="https://twitter.com/hashtag/PataudiTrophy2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#PataudiTrophy2018</a> <a href="https://t.co/i1vlN4TBVk">pic.twitter.com/i1vlN4TBVk</a></p>— Sabby Sabharwal (@sabby2707) <a href="https://twitter.com/sabby2707/status/1038124616672333824?ref_src=twsrc%5Etfw">September 7, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

তবে প্রথম দুই সেশনে ভারত যে অবস্থায় ছিল পুরো দিনটা সেরকমই চললে আর বাঙড়া নাচা হত না। প্রথম সেশনে জেনিংসকে ফিরিয়ে দিলেও প্রথমে বল করার অ্যাডভান্টেজ তুলতে পারেননি ভারতীয় বোলাররা। লাঞ্চের পর একটা সময় চেপে ধরলেও দুটি ক্যাচ ফেলে সেই চাপ আলগাও করে দেন ভারতীয় ক্রিকেটাররা।

অ্যালিস্টার কুক ও মঈন আলি ধীরে অথচ দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইংরেজ ইনিংসকে। কিন্তু ৭১ রানে কুকের পতনেই ছন্দটা হারায় ইংল্যান্ড। অধিনায়ক জো রুট, জনি বেয়ারস্টো, স্য়াম কুরান কোনও রান না করেই ফিরে যান। ১৩১/১ থেকে পরের ৪৮ রানে ৬টি উইকেট হারায় ইংল্যান্ড। ইশান্ত শর্মা ২২ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ২১ ওভার বল করে ৪১ রান দিয়ে বুমরার ঝুলিতে এসেছে আরও ৩টি উইকেট।

English summary
At the last season of the first day of the fifth test Shikhar Dhawan was seen dancing Bhangra on the field. Also Harbhajan Singh and David Lloyd to do the same at the commentery box.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X