For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ থেকে কার্যত বিদায় পাকিস্তানের, কোথায় ভুল হয়েছিল, ধরিয়ে দিলেন শোয়েব

নিউজিল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে ১২ পয়েন্টে পৌঁছে সেমিফাইনালের তৃতীয় স্থান পাকা করে ফেলেছে ইংল্যান্ড।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে ১২ পয়েন্টে পৌঁছে সেমিফাইনালের তৃতীয় স্থান পাকা করে ফেলেছে ইংল্যান্ড। বুধবার কিউয়িদের বিরুদ্ধে থ্রি-লায়ন্সের এই জয়ের ফলেই পাকিস্তানের বিশ্বকাপের সেমিফাইনাল ভাগ্য এখন সরু সুতোয় ঝুলছে।

কল ড্রপ মামলায় শুনানি

কল ড্রপ মামলায় শুনানি

কল ড্রপ হলে টেলিকম সংস্থাগুলিকে গ্রাহককে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে টেলিকম সংস্থাগুলি। এদিন সর্বোচ্চ আদালতে তাদের এই আবেদনের শুনানি রয়েছে।

সরফরাজদের সামনে মিশন ইম্পসিবল!

সরফরাজদের সামনে মিশন ইম্পসিবল!

শুক্রবার লিগের শেষ ম্যাচে বাংলাদেশকে শুধু হারালেই চলবে না, অন্তত ৩১২ রানে ম্যাচ জিততে হবে। খাতায় কমলে এই অঙ্ক মাঠে করে দেখানো সরফরাজদের কাছে এখন মিশন ইম্পসিবল! তাই বলা যেতে পারে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। সেমিফাইনালে এত কাছে এসেও লক্ষ্যপূরণ করতে না পারার জন্য পাক দলের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

কৃষ্ণসার হরিণ মামলায় হাজিরা সলমনের

কৃষ্ণসার হরিণ মামলায় হাজিরা সলমনের

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় এদিন যোধপুর আদালতে হাজিরা দেওয়ার কথা সলমন খানের।

 কী কারণে সেমিফাইনাল হাতছাড়া, কী বললেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস

কী কারণে সেমিফাইনাল হাতছাড়া, কী বললেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস

পাকিস্তানের রাওয়াল পিণ্ডি এক্সপ্রেস শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৭ উইকেটে হারই শেষ পর্যন্ত কাল হল। সেই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগির কারণে এক পয়েন্টের ঘাটতি হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেও তিরে এসে তরী ডুবেছে। এই তিন হারই বিশ্বকাপে পাক দলের সামনে অঙ্ক কঠিন করে দিয়েছে।' প্রসঙ্গত প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২১.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান।

ইসরোর নয়া স্যাটেলাইট উৎক্ষেপণ

ইসরোর নয়া স্যাটেলাইট উৎক্ষেপণ

এদিন বিকেল ৪টে নাগাদ শ্রীহরিকোটা থেকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ষষ্ঠ নেভিগেশন স্যাটেলাইট আইআরএনএসএস-১এফ উৎক্ষেপণ করা হবে।

এখনও কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান

এখনও কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান

খাতায় কলমে এখনও পাকিস্তানের সেমিতে যাওয়ার অঙ্ক রয়েছে।

সম্ভাবনা ১)বাংলাদেশের বিরুদ্ধে ৪৫০ রান তুলে,শাকিবদের ১২৯ রানে অলআউট করে পাকিস্তানকে ম্যাচ জিততে হবে ৩২১ রানে।

সম্ভাবনা২) বাংলাদেশের বিরুদ্ধে ৪০০ রান তুলে শাকিবদের ৮৪ রানে অলআউট করে পাকিস্তানকে ম্যাচ জিততে হবে ৩১৬ রানে।

সম্ভাবনা৩)স্কোরবোর্ডে ৩৫০ রান তুলে বাংলাদেশকে ৩৮ রানে অল-আউট করে সরফরাজদের ম্যাচ জিততে হবে ৩১২ রানে।

মৎস্যজীবী গ্রেফতার

মৎস্যজীবী গ্রেফতার

ফের শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হলেন চার ভারতীয় মৎস্যজীবী। একটি মাছ ধরার বোটও বাজেয়াপ্ত করেছে লঙ্কাবাহিনী।

 বিশ্বকাপের পাক দলের সেমি সম্ভাবনা নিয়ে বিদ্রূপ ইউসূফের

বিশ্বকাপের পাক দলের সেমি সম্ভাবনা নিয়ে বিদ্রূপ ইউসূফের

উপরের এই কঠিন অঙ্ক দেখে পাকিস্তানের সেমিতে যাওয়া নিয়ে ঠাট্টা করেছেন প্রাক্তন পাক ব্যাটসম্যান মহম্মদ ইউসূফ। স্থানীয় এক চ্যানেলে তিনি বলেন, 'বাংলাদেশি ক্রিকেটারদের সেক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে খারাপ খেলাটা খেলতে হবে। বাংলাদেশি ব্যাটিং লাইন আপের উপর দিয়ে পাক বোলারদের ঝড় বয়ে গেলে তবেই জিততে পারে পাকিস্তান।'

অনড় পাক বোর্ড

অনড় পাক বোর্ড

ভারত সরকারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি না পেলে টি২০ বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান। পাক বোর্ড প্রেসিডেন্ট শাহরিয়র খানের এই বক্তব্যে শুরু হয়েছে তীব্র জল্পনা।

বিজয় মালিয়া ইস্যু

বিজয় মালিয়া ইস্যু

ঋণ নিয়ে শোধ না করে দেশ ছেড়ে পালিয়েছে বিজয় মালিয়া। আর এই নিয়ে সংসদ উত্তাল করলেন বিরোধী কংগ্রেস-বাম সহ অন্যান্য দল।

এদিন দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ

এদিন দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ

এদিন ফের একদফা প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট। এর আগে ১১৬টি পদে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারা। কংগ্রেস ৭৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

রাহুলের তোপ

রাহুলের তোপ

বিজয় মালিয়া ইস্যুতে সরকারকে কড়া সমালোচনায় বিদ্ধ করলেন রাহুল গান্ধী। এই নিয়ে আলোচনা চান না মোদীজি, এমনই দাবি কংগ্রেস সহ সভাপতির।

সুতিতে মমতার সভা

সুতিতে মমতার সভা

মালদহের পরে এবার মুর্শিদাবাদের সুতিতে জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে বাম-কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি।

নতুন জার্সি

নতুন জার্সি

টি২০ বিশ্বকাপে এই জার্সি গায়েই মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনিরা। নতুন জার্সি পেয়ে উচ্ছ্বসিত সকলেই।

English summary
Shoaib Akhtar identifies causes that cost pakistan a semifinal chance in CWC2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X