For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ পর্যন্ত ধোনির বিকল্প পেয়ে গেল ভারত, কাকে মাহির বিকল্প বললেন শোয়েব আখতার

শেষ পর্যন্ত ধোনির বিকল্প পেয়ে গেল ভারত, কাকে মাহির বিকল্প বললেন শোয়েব আখতার

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত ধোনির বিকল্প খুঁজে পেল ভারত। নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই বললেন শোয়েব আখতার।তবে প্রাক্তন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস ঋষভ পন্থ বা লোকেশ রাহুলকে ফিনিশার হিসেবে ধোনির উত্তরসূরি বলে চিহ্নিত করেননি! এখানেই চমক!

কী বললেন শোয়েব

ইউটিউবে বেশ জনপ্রিয় শোয়েব। সেখানে ক্রিকেট নিয়ে প্রতিদিনই আলোচনা করেন তিনি। আর এই আলোচনাতেই এবার বেঙ্গালুরুতে সিরিজ ডিসাইডার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের পর্যালোচনা করেছেন শোয়েব।

সেখানে ভারতের ব্যাটিং পারফর্ম্যান্সের ভূয়সী প্রশাংসা করেছেন আখতার। রান তাড়া করার ক্ষেত্রে ভারতই সেরা দল বলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মন্তব্য করেছেন। ফাইনাল ম্যাচে অজিদের বোলিং খুবই সাধারণ ছিল বলছেন তিনি।শোয়েবের মতে, ভারতের টপ অর্ডারের ব্যাটিং দারুণ শক্তিশালী ।

ধোনির বিকল্প কে

ধোনির বিকল্প কে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে লোকেশ রাহুলের ফিনিশার ইনিংস দেখার পর আগামী দিনে অনেকেই রাহুলকে ফিনিশার ধোনির উত্তরসূরি হিসেবে দেখছেন। রাজকোটে পাঁচ নম্বরে নেমে ৫২ বলে রাহুল ৮০ রান করেন। পন্থপন্থীরা আবার ঋষভকে ধোনির উত্তরসূরি মনে করেন। সবমলিয়ে ভারতীয় ক্রিকেটভক্তরা ধোনির উত্তরসূরি বাছার ক্ষেত্রে দুভাগে বিভক্ত।

 আখতারের পছন্দ

আখতারের পছন্দ

পন্থ বা রাহুল নন, সবাইকে অবাক করে দিয়ে শোয়েব আখতার মনীশ পান্ডেকে ফিনিসার ধোনির উত্তরসূরি হিসেবে দেখছেন। সেই সঙ্গে শ্রেয়স আইয়ারও দারুণ পরিণত ব্যাটিং করছেন মনে করছেন শোয়েব।

আখতার বলেছেন, সিরিজে মনীশ খুব বেশি সুযোগ না পেলেও কয়েক বল খেলার সুযোগ পেয়ে যেমন ব্যাটিং করেছে। তাতে ওকে ভবিষ্যতের ফিনিশার হিসেবে দেখার জন্য অপেক্ষায় রইলাম।

 পান্ডের পারফর্ম্যান্স

পান্ডের পারফর্ম্যান্স

আখতার মনীশ পান্ডেকে ফিনিশার হিসেবে দেখলেও বেঙ্গালুরু ম্যাচে ৪ বলে ৮ রান বাদ দিলে সিরিজে মনীশ পান্ডের তেমন কোনও চোখ ধাঁধানো পারফর্ম্যান্স নেই।

English summary
Shoaib Akhtar names Dhoni ka replacement mil gaya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X