For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্ররিদ্রতার সঙ্গে লডা়ই জয়, পাকিস্তানের তরুণ দলকে যশশ্বীর থেকে শিখতে বললেন আখতার

দ্ররিদ্রতার সঙ্গে লডা়ই জয়, পাকিস্তানের তরুণ দলকে যশশ্বীর থেকে শিখতে বললেন আখতার

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটকে ভালো বেসে ঘর ছেড়েছেন। মুম্বইয়ে এসে দিনে ক্রিকেট রাতে ফুচকা বিক্রি করেছেন। সঙ্গে অদম্য জেদ আর প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের সেরা দিয়ে রানের খিদে বাড়িয়ে যাওয়া। দ্রারিদার সঙ্গে লড়াই করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মঞ্চে সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে দেশকে ফাইনালে তুললেন। যশশ্বী জয়সওয়ালের এমন উত্থানে মুগ্ধ পাক প্রাক্তন পেসার শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে যশ্বশীর ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে জীবন ও বাইশ গজে যশশ্বীর সংগ্রাম থেকে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে লড়াই করার অনুপ্রেরণা সঞ্চয় করতে বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

দ্ররিদ্রতার সঙ্গে লডা়ই জয়, পাকিস্তানের তরুণ দলকে যশশ্বীর থেকে শিখতে বললেন আখতার

ভিডিওতে শোয়েব বলেছেন, 'পাকিস্তান দলকে সেমিফাইনাল পর্যন্ত খেলার জন্য অনেক শুভেচ্ছা। সেমিফাইনালে অবশ্যে জুনিয়রদের নার্ভ ফেল করেছে। যেকারণে ওরা ম্যাচ থেকে হারিয়ে যায়। বোলিংয়ে কোনও দাগ কাটতে পারল না। ভুল শট নির্বাচন করে অলআউট হল। ফাইনালে যেতে গেলে আরও ভালো খেলতে হত।'

এরপরই যশশ্বীর প্রশংসা করে শোয়েব জুড়েছেন 'যশশ্বীর ব্যাটে ভর করে ভারত সহজেই ফাইনালে উঠল। ভারতীয় যুব দল প্রশংসা পাওয়ার মতোই খেলেছে। ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ যে সঠিক পথেই এগোচ্ছে বড়় মঞ্চে এই ম্যাচগুলোই তা প্রমাণ করে। বিশেষ করে যশশ্বীর ব্যাটিংয়ের প্রশংসা করতেই হবে। কোন পরিস্থিতি থেকে ছেলেটা ক্রিকেট খেলে গিয়েছে। তাঁবুতে থেকে ফুচকা বিক্রি করলেও ক্রিকেটে ফোকাস ধরে রেখেছে। কোনভাবে হারিয়ে যেতে দেয়নি। '

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/h1IpbQ_rUI4" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

উল্লেখ্য পাকিস্তানের বিরুদ্ধে ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে যশশ্বী ও দিব্যাংশ দুই ক্রিকেটার ১৭৬ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ জেতান। যশশ্বীর ১০৩ রানের পাশাপাশি দিব্যাংশ ৫৯ রান হাঁকিয়ে ম্যাচ জেতান।

English summary
Shoaib Akhtar praise Yashasvi Jaiswal for his hardwork
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X