For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাক ম্যাচ আয়োজনের প্রস্তাব! ভুল বুঝতে পেরেই কি ইউ টার্নে এই মন্তব্য করলেন শোয়েব আখতার?

ভারত-পাক ম্যাচ আয়োজন প্রস্তাব! ভুল বুঝতে পেরেই কি ইউ টার্নে এই মন্তব্য করলেন শোয়েব আখতার?

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে বাইশ গজে তালা বন্ধ। মার্চের শুরু থেকে বিশ্বজুড়ে করোনা মহামারী আকার ধারণ করায় বন্ধ ক্রিকেট। ভারত-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীনই বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়াসূচি বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর এক মাস ঘুরে গেলেও বাইশ গজে খেলা শুরু করা যায়নি। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার মনে করছেন, এই পরিস্থিতি আরও এক বছর চলবে। করোনার কারণে আগামী ১ বছর ক্রিকেট বন্ধ থাকতে চলেছে বলে ভবিষ্যৎবাণী শোয়েবের। সেক্ষেত্রে অক্টোবের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর রয়েছে। সেই বিশ্বকাপও যে করোনা ধাক্কায় পিছতে চলেছে ঘুরিয়ে বুঝিয়ে দিলেন শোয়েব।

ইউটিউবে যা বললেন শোয়েব

ইউটিউবে যা বললেন শোয়েব

নিজের ইউটিউব চ্যানেল শোয়েব বলেন, 'বিশ্বজুড়ে এখন কঠিন পরিস্থিতি। করোনা ভাইরাস থেকে দুনিয়া কবে মুক্তি পাবে জানা নেই। ভাইরাস ক্রমেই জাঁকিয়ে বসে ধ্বংসলীলা চালাচ্ছে। এই অবস্থায় ক্রিকেট কবে শুরু হবে বলা মুশকিল। আগামী এক বছর তো অন্তত বাইশ গজে বল গড়ানোর কোনও আশা দেখছি না। '

কেন এমন মনে করেন শোয়েব

শোয়েব আরও বলেন, 'সত্যি বলতে এখনও কত মানুষ করোনায় আক্রান্ত হয়ে বসে রয়েছেন, সেই ছবিটা পরিষ্কার নয়। ফলে আক্রান্তের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য আমাদের নেই। এখনও বহু মানুষ আক্রান্ত হয়ে প্রাথমিক স্তরে রয়েছে। পরে হয়ত তাঁদের ক্ষেত্রে সংক্রমণের উপসর্গগুলো জানা যাবে। এই রকম পরিস্থিতিতে ক্রিকেট চলে না। এই ভাইরাস আমাদের এক বছর মতো জ্বালাবে বলে মনে হচ্ছে। কঠিন সময় আমরা ঠিক উড়তে দেব বলে আশা রাখছি।'

নিজের ভুল থেকে সরে এলেন শোয়েব আখতার

নিজের ভুল থেকে সরে এলেন শোয়েব আখতার

ক্রিকেট এক বছর বন্ধ থাকবে! শোয়বের এই মন্তব্যের পর অনেকেই বলছেন, তবে কি ভুল বুঝতে পেরেই ইউটার্ন নিলেন আখতার।

শোয়েবের প্রস্তাব যা ছিল

শোয়েবের প্রস্তাব যা ছিল

করোনা সংক্রমণে আর্থিক সাহায্য তুলতে ভারত-পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন আখতার। যারপর জোর সমালোচনা হয়েছে। ভারত থেকে কপিল দেব শোয়েবকে পাল্টা জানিয়ে দেন, করোনা যুদ্ধে টাকা তুলতে ক্রিকেটারদের বাইশ গজে ঠেলে দিয়ে ঝুঁকি নেওয়ার দুর্দিন ভারতরে আসেনি। এরপর শোয়েবও বুঝছেন এই পরিবেশে ক্রিকেট হওয়া সম্ভব নয়। সেটা বুঝেই কী আগামী এক বছর ক্রিকেট বন্ধ থাকতে চলেছে, মন্তব্য করলেন রাওয়াল পিন্ডি এক্সপ্রেস।উঠছে প্রশ্ন!

English summary
shoaib akhtar says Don't see cricket being played for at least one year after Corona Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X