For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেহওয়াগের থেকেও কোন পাকিস্তানি ওপেনারকে বেশি প্রতিভাধর বললেন আখতার!

শেহওয়াগের থেকেও কোন পাকিস্তানি ওপেনারকে বেশি প্রতিভাধর বললেন আখতার!

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের থেকেও পাকিস্তানের প্রাক্তনী ইমরান নাজিরকে বেশি প্রতিভাধর বললেন তাঁর একদা সতীর্থ তথা লেজেন্ড শোয়েব আখতার। নিজের দাবির স্বপক্ষে যুক্তিও খাড়া করেছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। ঠিক কোথায় ইমরান হারিয়ে দিয়েছেন শেহওয়াগ, তাও জানিয়ছেন আখতার।

বীরেন্দ্র শেহওয়াগের কেরিয়ার

বীরেন্দ্র শেহওয়াগের কেরিয়ার

ভারতের হয়ে ১০৪টি টেস্ট ও ২৫১টি ওয়ান ডে ম্যাচ খেলে বীরেন্দ্র শেহওয়াগ যথাক্রমে ৮৫৮৬ ও ৮২৭৩ রান করেছেন। দুই ফর্ম্যাটে মোট ৩৮টি শতরান রয়েছে তাঁর। একমাত্র ভারতীয় হিসেবে টেস্টে দুটি ত্রিশতরানেরও মালিক নজফগড়ের নবাব। তাঁর মধ্যে একটি পাকিস্তানের মাটিতে করেছিলেন বীরু।

ইমরান নাজিরের কেরিয়ার

ইমরান নাজিরের কেরিয়ার

পাকিস্তানের হয়ে ৮টি টেস্ট ও ৭৯টি ওয়ান ডে ম্যাচ খেলে প্রাক্তন ওপেনার ইমরান নাজির যথাক্রমে ৪২৭ ও ২৮৯৫ রান করেছেন। দুই ফর্ম্যাটে ২টি করে শতরানও রয়েছে তাঁর। আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইমরানের হারিয়ে যাওয়ার কারণ কেউ জানে না।

নাজির বেশি প্রতিভাধর

নাজির বেশি প্রতিভাধর

বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসেবে গণ্য হওয়া বীরেন্দ্র শেহওয়াগের থেকে প্রতিভায় ইমরান নাজির এগিয়ে রয়েছেন বলে মনে করেন পাকিস্তানের লেজেন্ড শোয়েব আখতার। তাঁর মতে, ইমরানের হাতে দুর্দান্ত কিছু শট ছিল। নাজিরের ফিল্ডিং দক্ষতাও অসাধারণ ছিল বলে দাবি রাউলপিণ্ডি এক্সপ্রেসের। শোয়েবের কথায়, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সেভাবে সুযোগ পাননি নাজির। পাকিস্তানের টিম ম্যানেজমেন্টও ইমরানের পাশে দাঁড়াননি বলে আক্ষেপ প্রকাশ করেছেন আখতার।

শেহওয়াগের বুদ্ধি বেশি

শেহওয়াগের বুদ্ধি বেশি

প্রতিভায় এগিয়ে থাকলেও বুদ্ধির নিরিখে ইমরান নাজির, বীরেন্দ্র শেহওয়াগের থেকে পিছিয়ে ছিলেন বলে দাবি শোয়েব আখতারে। অন্যথায় নাজির, বীরুর থেকে বড় ওপেনার সিদ্ধ হতে পারতেন বলে মনে করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

English summary
Shoaib Akhtar speaks about the comparison of Virender Sehwag and Imran Nazir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X